মোদী-পাওয়ার বৈঠক কি বিজেপি-এনসিপি জোটের বার্তা? তুঙ্গে চর্চা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এন সি পি প্রধান শরৎ পাওয়ার বৈঠক ঘিরে রাজধানীতে জল্পনা তুঙ্গে৷ পাওয়ার নাকি মোদীর সঙ্গে রাজ্যে কৃষির বেহাল অবস্থার কথা আলোচনা করতে গিয়েছেন৷ কিন্তু এই সময়? প্রশ্ন ওঠে গিয়েছে৷ অনেকেই বলছেন, পাওয়ার আসলে তলায় তলায় বিজেপি-এন সি পি জোটের কথা বলতে গিয়েছেন৷ তবে অনেকেই বলছেন অন্য ছক কষছেন পাওয়ার৷ পোরখাওয়া

মোদী-পাওয়ার বৈঠক কি বিজেপি-এনসিপি জোটের বার্তা? তুঙ্গে চর্চা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এন সি পি প্রধান শরৎ পাওয়ার বৈঠক ঘিরে রাজধানীতে জল্পনা তুঙ্গে৷ পাওয়ার নাকি মোদীর সঙ্গে রাজ্যে কৃষির বেহাল অবস্থার কথা আলোচনা করতে গিয়েছেন৷ কিন্তু এই সময়? প্রশ্ন ওঠে গিয়েছে৷ অনেকেই বলছেন, পাওয়ার আসলে তলায় তলায় বিজেপি-এন সি পি জোটের কথা বলতে গিয়েছেন৷

তবে অনেকেই বলছেন অন্য ছক কষছেন পাওয়ার৷ পোরখাওয়া এই রাজনীতিকের বয়স ৮০ বছরের উপর৷ রাজ্যে শিবসেনা এবং কংগ্রেসকে চাপে রাখতেই তিনি মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছেন৷ মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে৷ অনেকেই রাজ্যপাল-রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে বিতর্কিত বলেছেন৷ অনেকেই বলছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কশিয়াড়ি আগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন৷ সরকার গঠন করতে কোন পার্টিকে কতটা সময় দেওয়া হবে তা নির্ধারণ করার অধিকার তাঁর নেই৷

অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্বাচন হয়ে যাওয়ার পর সরকার গঠন বিধিবদ্ধ নিয়মিত মাধ্যমের হওয়া উচিত৷ এতে টাকার থলি নিয়ে বসে থাকা রাজনৈতিক দলগুলির দাপাদাপি কমবে৷ মোদীর সঙ্গে বৈঠকে পাওয়ার তাঁকে রাজ্যের বেহাল কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন৷ কিন্তু, অনেকে বলছেন, এনসিপি এবং কংগ্রেস বৈঠক করে শিবসেনাকে সঙ্গে কিভাবে ‘ডিল’ করা যায় তা ঠিক করবেন কিন্তু তার আগে একবার বিজেপিকে বাজিয়ে দেখে গেলেন পাওয়ার৷ পাওয়ার এদিন মোদীকে বলেন, মহারাষ্ট্রে ৪৪ জন চাষী আত্মহত্যা করেছে৷ জোয়ার, বাজরা, ধান, মিলেট ক্ষতিগ্রস্ত৷ বলেছেন, মহারাষ্ট্রের এই বিপর্যয় ভয়ানক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =