ইউপিএ আমলের দুর্নীতি স্মরণ করিয়ে ভোটের শুভেচ্ছা মোদির

নয়াদিল্লি: সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই কংগ্রেস বনাম নিজের শাসনকালের প্রসঙ্গ তুলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল ও প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘‘দলগতভাবে আমরা আলাদা হতে পারি৷ কিন্তু আমাদের লক্ষ্য অবশ্যই এক৷ দেশের উন্নতি এবং দেশবাসীর উন্নয়ন৷’’ এর পরই কংগ্রেস জমানার সঙ্গে নিজের শাসনকালের প্রসঙ্গ তুলে খোঁচা

ইউপিএ আমলের দুর্নীতি স্মরণ করিয়ে ভোটের শুভেচ্ছা মোদির

নয়াদিল্লি: সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই কংগ্রেস বনাম নিজের শাসনকালের প্রসঙ্গ তুলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল ও প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘‘দলগতভাবে আমরা আলাদা হতে পারি৷ কিন্তু আমাদের লক্ষ্য অবশ্যই এক৷ দেশের উন্নতি এবং দেশবাসীর উন্নয়ন৷’’ এর পরই কংগ্রেস জমানার সঙ্গে নিজের শাসনকালের প্রসঙ্গ তুলে খোঁচা দিতে ভোলেননি মোদি৷

ইউপিএ আমলের দুর্নীতি স্মরণ করিয়ে ভোটের শুভেচ্ছা মোদিরইউপিএ সরকারের নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি লেখেন, ‘‘২০১৪ সালে প্রত্যাখ্যাত হয়েছিল ইউপিএ সরকার। দুর্নীতি, স্বজনপোষণ ও নীতিপঙ্গুত্বের জন্য ইউপিএ সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল৷ গত পাঁচ বছরে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন ১৩০ কোটি ভারতীয়। ২০১৯ সালের ভোট হতে চলেছে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের ভোট। আত্মবিশ্বাস ও ইতিবাচক ভাবনায় ভোট দেবে ভারত৷’’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘বিনামূল্যে চিকিত্সা পেয়েছেন ৫০ কোটি মানুষ। অসাংগঠনিক ক্ষেত্রের ৪২ কোটি শ্রমিক বৃদ্ধাবস্থার পেনশন পেয়েছেন। ১২ কোটি কৃষক বছরে পাচ্ছেন ৬০০০ টাকা। কোটি কোটি মধ্যবিত্ত পরিবার আয়কর থেকে মুক্তি পেয়েছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seven =