আজ ভোটের প্রচারে বাংলায় আসছেন মোদি৷ চলতি ভোটে মোদি ফিরবেন কি না, তা জানা যাবে ২৩ মে৷ একপ্রান্তে ভোটের ময়দানে যুদ্ধ, অন্যদিকে প্রতিদিন বাড়ছে মোদির ‘গ্রোথ’! রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে তাই একেবারে অন্য কারণে সংবাদ শিরোনামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতের ৭টি খাদি বিপণি থেকে প্রতিদিন কমপক্ষে ১৪০০ ‘মোদী কুর্তা’ ও ‘মোদি জ্যাকেট’ বিক্রি হচ্ছে। ভোটের বাজারে চাহিদাও বেশ বেড়ে গিয়েছে৷ গত বছর ১৭ সেপ্টেম্বর খাদি ইন্ডিয়া ‘মোদি কুর্তা’ ও ‘মোদি জ্যাকেটে’র একটি রেঞ্জ দিল্লির কনট প্লেসের ফ্ল্যাগশিপ স্টোরে লঞ্চ করে। সেই দিন ছিল নরেন্দ্র মোদির জন্মদিন। তার পর থেকেই ‘হিট’ এই কুর্তা-জ্যাকেট কম্বিনেশন। খাদি-সূত্রে খবর, তরুণতর প্রজন্মের কাছে বিপুল আবেদন রেখেছে এই পোশাক।
খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান ভিকে সাকসেনা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সারা দেশেই তাঁরা ‘মোদি কুর্তা’ ও ‘মোদি জ্যাকেট’-কে লভ্য করতে চলেছেন। কনট প্লেসের বিপণি থেকে ২০১৮-এর অক্টোবরে বিক্রির অর্থমূল্য ১৪.৭৬ কোটি টাকা। ২০১৭-এর অক্টোবরের তুলনায় তা ৩৪.৭১ শতাংশ বোশি। সাকসেনা জানিয়েছেন, দিল্লি, কলকাতা, জয়পুর, যোধপুর, ভোপাল, মুম্বই এরনাকুলমের ৭টি খাদি বিপণির প্রতিটি থেকে প্রতিদিন ২০০টি করে ‘মোদি কুর্তা’ ও ‘মোদি জ্যাকেট’ বিক্রি হচ্ছে। তাঁর মতে, এই ‘ক্রেজ’-এর পিছনে প্রধানমন্ত্রীর খাদি-সংক্রান্ত বক্তব্য বিপুল ভাবে কাজ করেছে।