কুম্ভে গিয়ে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিলেন মোদী, দেখুন ভিডিও

লখনউ: ভোট আসছে৷ ভোটের আগে কুম্ভে গিয়ে গঙ্গা পুজো দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ, বিকালে কুম্ভে গিয়ে গঙ্গায় ডুব দেন মোদি৷ স্নান শেষে গঙ্গা আরতিও করেন৷ দেন পুজো৷ পুজো শেষে চলে যান বিশেষ ঘরে৷ সেখানে গিয়ে সাফাই কর্মীদের পা ধুইয়ে দেন মোদি৷ তাঁদের সংবর্ধনাও দেন মোদি৷ পরে, কুম্ভ মেলা সফল ভাবে শেষ করার জন্য

কুম্ভে গিয়ে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিলেন মোদী, দেখুন ভিডিও

লখনউ: ভোট আসছে৷ ভোটের আগে কুম্ভে গিয়ে গঙ্গা পুজো দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ, বিকালে কুম্ভে গিয়ে গঙ্গায় ডুব দেন মোদি৷ স্নান শেষে গঙ্গা আরতিও করেন৷ দেন পুজো৷ পুজো শেষে চলে যান বিশেষ ঘরে৷ সেখানে গিয়ে সাফাই কর্মীদের পা ধুইয়ে দেন মোদি৷ তাঁদের সংবর্ধনাও দেন মোদি৷ পরে, কুম্ভ মেলা সফল ভাবে শেষ করার জন্য কর্মীদের পুরস্কারও করেন মোদি৷ এদিন প্রায় ২০ জনের একটি দলকে পুরস্কার করেন মোদি৷

এদিন প্রয়াগরাজে দাঁড়িয়ে দীর্ঘ ভাষণও দেন প্রধানমন্ত্রী৷ গোটা কর্মযোগ্য সফল ভাবে শেষ করার জন্য সমস্ত কর্মী, আধিকারিকদের শুভেচ্ছা জানান মোদি৷ আগামী দিনেও একই ভাবে কুম্ভ মেলার আয়োজন করা হবে বলেও জানা তিনি৷ দেখুন ভিডিও- এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =