নয়াদিল্লি: তিনি আসছেন৷ আসছেন স্ত্রী, মেয়ে-জামাই ও ১২ প্রতিনিধি৷ বিশ্বের পয়লা নম্বরে থাকা শক্তিধর দেশের প্রধানকে স্বাগত জানতে বস্তি ঢেকে উন্নয় প্রমাণে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র৷ চলছে সরকারি টাকা খরচের পালা৷ আম জনতার করের টাকা খরচ করে বিপুল এই আয়োজনে যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে পাঁচ হনুমানকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, সোমবার ভারত সফরে এসে আগ্রায় তাজমহল দর্শন যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার৷ ট্রাম্পের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমেদাবাদের অনুষ্ঠানে থাকবেন৷ ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দিল্লির সফরসূচি রয়েছে৷ জানা গিয়েছে, তাজমহল দর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আর ট্রাম্পের আগ্রা সফরকে কেন্দ্র করে কড়া সুরক্ষা বলয় তৈরি হয়েছে৷ মার্কিন সিক্রেট সার্ভিস ও ভারতের এনএসজি সর্বক্ষণ নজরদারি চালাবে৷ কিন্তু, আগ্রাজুড়ে বাঁদরের উৎপাত নিয়ে প্রথম থেকে চিন্তিত ছিল ভারত-মার্কিন কর্তারা৷ জানা গিয়েছে, মোদি-ট্রাম্পের সফরে যাতে বাঁদরের উৎপাত না ঘটে তা নিশ্চিত করতে ৫টি হনুমানকে মোতায়েন করা হচ্ছে৷ ওই হনুমানগুলি প্রেসিডেন্টের কনভয়ের রুটজুড়ে নজরদারি চালাবে৷ অন্য বাঁদরের তাড়া করবে ওই ৫ হনুমান৷