modi
নয়াদিল্লি: দুবাই গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিওপি ২৮ সামিটে যোগ দিয়েছেন। তবে আপাতত তিনি নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছেন। না, সামিটের কোনও বক্তৃতার জন্য নয়, সেলফি তুলে। আর তিনি যে সেলফি তুলেছেন তার নাম নেটপাড়া রেখেছে ‘মেলোডি’! কিন্তু কেন?
এই সামিটে যোগ দিতে একাধিক দেশের নেতৃত্ব এসেছে। তাঁদের মধ্যে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলেছেন, যা ভাইরাল। ছবিটি তিনি ইনস্টাগ্রামে দিয়ে হ্যাশট্যাগে লেখেন ‘মেলোডি’। মোদী ও মেলোনি শব্দ সংযুক্ত করে এমন নামকরণ ঘিরে বেশ হইচই সব জায়গায়। অন্যদিকে, মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি বেশ খুশি। মজবুত ভবিষ্যৎ ও সমৃদ্ধি পেতে ইতালি ও ভারতের যৌথ উদ্যোগে তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ভারতে জি ২০ উপলক্ষ্যে এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেবারও সামিটের ফাঁকে তিনি বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে।