নয়াদিল্লি : গোটা দেশের ২৩১ কোটি মানুষ যখন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছে, তখন মোদি কেবল ভোটের কথা ভাবছেন। তিনি ভিডিও কনফারেন্সের রেকর্ড করায় ব্যস্ত। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা টুইটে বলেছেন, কংগ্রেস গুজরাতে তাদের ওয়ার্কিং কমিটির বৈঠক এবং জনসভা বাতিল করেছে। জওয়ানরা সীমান্তরক্ষা করছে আর প্রধান সেবক বুথরক্ষা করছেন। দেশের থেকেও তাদের কাছে বুথ বড়। ইয়েদুরাপ্পার মন্তব্যের জের টেনে কংগ্রেস বলেছে, ইয়েদুরাপ্পা বলেছেন, সার্জিকাল স্ট্রাইকের পর মোদির হাওয়ায় বিজেপি ভোটে ২২ আসনে জিতবে কর্নাটকে। এটাই কি দেশপ্রেম, প্রশ্ন কংগ্রেসের। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেছেন, মোদির বুথস্তরের ভিডিও কনফারেন্সে এমনকী, বিজেপির সমর্থকরাও লজ্জিত।
দেশের নিরাপত্তা মজবুত না করে ভোটের কথা ভাবছেন মোদি: কংগ্রেস
নয়াদিল্লি : গোটা দেশের ২৩১ কোটি মানুষ যখন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছে, তখন মোদি কেবল ভোটের কথা ভাবছেন। তিনি ভিডিও কনফারেন্সের রেকর্ড করায় ব্যস্ত। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা টুইটে বলেছেন, কংগ্রেস গুজরাতে তাদের ওয়ার্কিং কমিটির বৈঠক এবং জনসভা বাতিল করেছে। জওয়ানরা সীমান্তরক্ষা করছে আর প্রধান সেবক বুথরক্ষা করছেন। দেশের