শপথ নিতেই নাম বদল মোদির, হলেন ‘মহম্মদ আলতাফ আলম মোদি’

গোণ্ডা: প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে নিজের সন্তানের নাম নরেন্দ্র দামোদরদাস মোদি রেখেছিলেন এক মুসলিম মা৷ কিন্তু এই নামকরণের পরই কার্যত একঘরে ওই মসুলিম তরুণী৷ মোদির নামে সন্তানের নাম রাখায় পরিবার তো বটেই, নিজের পাড়া-প্রতিবেশীর কাছেও চক্ষুশূল হয়ে উঠেছেন মা মেহনাজ বেগম৷ পরিস্থির চাপে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন তিনি৷ সদ্যজাত ছেলের নাম নরেন্দ্র দামোদরদাস মোদির

শপথ নিতেই নাম  বদল মোদির, হলেন ‘মহম্মদ আলতাফ আলম মোদি’

গোণ্ডা: প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে নিজের সন্তানের নাম নরেন্দ্র দামোদরদাস মোদি রেখেছিলেন এক মুসলিম মা৷ কিন্তু এই নামকরণের পরই কার্যত একঘরে ওই মসুলিম তরুণী৷ মোদির নামে সন্তানের নাম রাখায় পরিবার তো বটেই, নিজের পাড়া-প্রতিবেশীর কাছেও চক্ষুশূল হয়ে উঠেছেন মা মেহনাজ বেগম৷ পরিস্থির চাপে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন তিনি৷

সদ্যজাত ছেলের নাম নরেন্দ্র দামোদরদাস মোদির পরিবর্তে রাখলেন মহম্মদ আলতাফ আলম মোদি৷ ছেলের নাম বদলালেও নামের শেষে মোদি ব্যবহার করেছেন মেহনাজ বেগম৷ উত্তরপ্রদেশের গোণ্ডায়ের বাসিন্দা মেহনাজ বেগম জানান, ছেলের নাম মোদির নামে রাখায় জন্মানোর অনুষ্ঠানে অংশ নেননি পরিবারের বেশ কয়েকজন সদস্য৷ এটা দেখার পর ছেলের নাম বদলে সিদ্ধান্ত নেন তিনি৷ তবে এখনও তার ছেলের নামের শেষে মোদি শব্দটি রেখে দিয়েছেন৷ এছাড়া এলাকাবাসী ও তাঁর সম্প্রদায়ের মানুষজনের কাছ থেকেও চাপ আসছিল বলেও জানিয়েছেন মেহনাজ বেগম৷ লোকসভার ফল ঘোষণার দিন সন্তানের জন্ম হওয়ায় তিনি তাঁর সন্তানের নাম মোদির নামে রাখার সিদ্ধান্ত নেন৷ মোদির শপথ অনুষ্ঠানের পর তা বদলে দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *