প্রধানমন্ত্রীকে দিতে এঁকেছেন মায়ের ছবি, কনভয় দাঁড় করিয়ে উপহার নিলেন মোদি

প্রধানমন্ত্রীকে দিতে এঁকেছেন মায়ের ছবি, কনভয় দাঁড় করিয়ে উপহার নিলেন মোদি

সিমলা: প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য এঁকেছেন তাঁর মা হীরাবেনের ছবি। প্রধানমন্ত্রী সিমলার সফরের কথা প্রকাশ্যে আসতেই দিনরাত এক করে শেষ করেছেন সেই হাতের কাজ। এরপর নির্ধারিত দিনে যে রাস্তা দিয়ে প্রধামন্ত্রীর যাওয়ার কথা সেই রাস্তাতেই এসে অপেক্ষা করছিলেন মোদির কনভয়ের। ইচ্ছা ছিল নিজের হাতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন তাঁর মায়ের আঁকা এই ছবি। আর সেই ইচ্ছা পূরণ করতেই প্রধানমন্ত্রী স্বয়ং নিজের কনভয় রাস্তায় দাঁড় করিয়ে তরুনীর কাছ থেকে গ্রহণ করলেন উপহার।
 

কনভয়ের যে গাড়িতে মোদি ছিলেন, সেই গাড়ি লক্ষ্য করে তরুণী তাঁর এক হাতে ছবি ধরে অন্যহাতে মোদিকে থামার জন্য অনুরোধ করেন। গাড়িতে বসে থাকা মোদির চোখ এড়ায়নি বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি কনভয় থামাতে বলেন। গাড়ি থেকে নেমে তিনি ওই তরুণীর হাত থেকে তাঁর মা হীরাবেনের আঁকা ছবি সংগ্রহও করেন। কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয়। প্রধানমন্ত্রী ওই তরুণী নাম জানতে চান। জানতে চান তার বাড়িতে আর কে কে আছে?  সে কোন ক্লাসে পড়ে?

 
তরুণী জানিয়েছে, তাঁর বাড়ি শিমলায়। ছবি আঁকতে মাত্র একদিন লেগেছে। অনেকদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল, হীরাবেনের ছবি হাতে এঁকে সেই ছবি সে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবে। সোমবার সেই ইচ্ছা পূরণ হয়েছে তাঁর। সে এও জানায় যে প্রধানমন্ত্রীরও একটা ছবি সে এঁকেছে। ইতিমধ্যেই সেই ছবি শিমলার ডেপুটি কমিশনারের দফতর মারফৎ সেই ছবি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেই ঘটনার থেকে এদিনের ঘটনা এই তরুণীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =