অনুমোদন দেয়নি WHO, মোদী বললেন, ভারতের টিকা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত

অনুমোদন দেয়নি WHO, মোদী বললেন, ভারতের টিকা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত

নয়াদিল্লি: অক্সফোর্ডের ফর্মুলায় সেরাম ইনস্টিটিউশনের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু৷ কিন্তু এখনও অনুমোদন পায়নি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন৷ এদিন ভারতীয় টিকা নিয়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বললেন, ভারতের ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচি পুরোটাই বিজ্ঞান নির্ভর৷ 

আরও পড়ুন- থালা বাজানো, প্রদীপ জ্বালানো নিয়ে নিন্দুকদের কটাক্ষের জবাব দিলেন মোদী

আজ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১০০ বছরে দেশের সবচেয়ে বড় অতিমারির মধ্যে ভারতের উপর প্রশ্ন উঠেছিল৷ অনেকেই বলেছিলেন, ভারত কী এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে পারবে? বিদেশ থেকে ভ্যাকসিন কেনার বিপুল অর্থ কোথায় পাবে ভারত? কবে ভ্যাকসিন পাবে দেশ? ভারতের জনগণ আদৌ ভ্যাকসিন পাবে কি? ভারত এত মানুষকে টিকা দিতে পারবে? ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সব প্রশ্নের জবাব দিয়েছে৷ 

প্রধানমন্ত্রী বলেন, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে হয়েছে। উৎপাদনের পাশাপাশি আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছনোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। ভারতের গোটা টিকাকরণ অভিযান বৈজ্ঞানিকভাবে পরিচালিত হয়েছে৷ টিকা তৈরির আগে ও টিকাকরণ পর্যন্ত গোটা অভিযানে প্রতিটি ক্ষেত্রে বৈজ্ঞানিক পদক্ষেপ করা হয়েছে৷ 

আরও পড়ুন- বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির, এটা ১৩০ কোটি দেশবাসীর সাফল্য: মোদী

চ্যালেঞ্জ উৎপাদনের ক্ষেত্রেও ছিল৷ উৎপাদন বাড়ানোটাও ছিল অত্যন্ত জরুরি৷ ভিন্ন ভিন্ন রাজ্যে দূর দূর প্রান্তে সময়ের মধ্যে ভ্যাকসিন পৌঁছনোটাও কম ঝক্কি ছিল না৷ বিজ্ঞানের উপর ভিত্তি করে এই সকল সমস্যার সমাধান খুঁজে বার করেছে দেশ৷ কোন রাজ্যে কত ভ্যাকসিন দিতে হবে, কোন এলাকায় কত ভ্যাকসিন পাঠাতে হবে, সেটাও বৈজ্ঞানিক ফর্মুলায় কাজ হয়েছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =