modi
কলকাতা: বছর ঘুরলেই বেজে উঠবে লোকসভা ভোটের দামাম। ভোটের আগে বিজেপি’র হাতে অন্যতম তুরুপের তাস হল রামমন্দির৷ সেই আবেগকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজয়া দশমীর দিন রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির উদ্বোধনের আবেগ উস্কে দিলেন নমো৷ জানালেন, জানুয়ারি মাসেই উদ্বোধন করা হবে রামমন্দির৷ তাঁর কথায়, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রামমন্দিরে।
এদিকে, বিজয়া দশমীর দিনই সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানান, নতুন বছর ২২ জানুয়ারি, অযোধ্যায় নতুন রামমন্দিরের দরজা খুলে যাবে৷ এর পরেই প্রধানমন্ত্রী মোদীর মুখে উঠে আসে রামমন্দির প্রসঙ্গ৷ যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এ দিন দ্বারকার রাবণ-দহন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, ‘‘কয়েক দিন পরেই ভগবান রাম আসতে চলেছেন। রামমন্দিরের প্রতিষ্ঠা আমাদেরই জয়।’’ লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক মেরুকরণের লক্ষ্যে রামমন্দির যে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে, তা আরও এক বার স্পষ্ট করে দিলেন মোদী। আগামী ২২ জানুয়ারি তাঁর হাতেই রামমন্দিরের উদ্বোধন হওয়ার কথা। দশমীর সন্ধ্যায় রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে চলেছে৷ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা৷ ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী হব।’’ সেই সঙ্গে তিনি এও জানান, ‘‘আগামী রামনবমী পালিত হবে রামমন্দিরেই।’’