ভোটের হার দেখে আপ্লুত হওয়ার কারণ জানালেন মোদি

রাতলাম: ভারতের প্রতিটি ঘর থেকে ধেয়ে আসছে মোদি-ঝড়। দিল্লি থেকে তৈরি হওয়া খবর এবং পণ্ডিতদের দাবি নস্যাৎ করে এমনই জানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আগের থেকে ভোট বেশি দেখে বিরোধীরা চিন্তিত বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে, কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার বিতর্কিত ‘হয়েছে তো হয়েছে’ মন্তব্য নিয়ে বিভিন্ন দুর্নীতিতে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন মোদি। বলেছেন, পিত্রোদার নয়,

ভোটের হার দেখে আপ্লুত হওয়ার কারণ জানালেন মোদি

রাতলাম: ভারতের প্রতিটি ঘর থেকে ধেয়ে আসছে মোদি-ঝড়। দিল্লি থেকে তৈরি হওয়া খবর এবং পণ্ডিতদের দাবি নস্যাৎ করে এমনই জানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আগের থেকে ভোট বেশি দেখে বিরোধীরা চিন্তিত বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে, কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার বিতর্কিত ‘হয়েছে তো হয়েছে’ মন্তব্য নিয়ে বিভিন্ন দুর্নীতিতে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন মোদি। বলেছেন, পিত্রোদার নয়, আপনারই লজ্জা পাওয়া উচিত।

সোমবার মধ্যপ্রদেশে রাতলামে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ভোটের বেশি হারের কথা উল্লেখ করে বলেন, ‘পণ্ডিতরা বলছেন, কোনও মোদি-ঝড় নেই। সেইমতো দিল্লি থেকে বিভিন্ন খবর তৈরি হচ্ছে। প্রথমে তাঁরা কোনও মোদি-ঝড় নেই বললেও ভোটের বেশি হার দেখে ওঁরা চিন্তিত।’ এরপরেই মোদি বলেন, ‘ওঁরা জানেন না যে দু’ধরনের মানুষ রেকর্ড গড়ে — আমার তরুণ বন্ধুরা যারা প্রথমবার ভোট দিচ্ছেন। আর মা-বোনেরা যাঁরা ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে তাঁদের ভাইকে নির্বাচিত করতে মনস্থির করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *