নীতীশের নেতৃত্বাধীন ‘মহাজোট’ই রুখবে মোদীর বিজয় রথ, হুঁশিয়ারি তেজস্বীর

নীতীশের নেতৃত্বাধীন ‘মহাজোট’ই রুখবে মোদীর বিজয় রথ, হুঁশিয়ারি তেজস্বীর

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে যুদ্ধের প্রস্তুতি৷ বিজেপি’কে গদিচ্যুত করতে মরিয়া বিরোধীরা৷ কেন্দ্রের শাসক দলকে আগামী লড়াইয়ের জন্য কড়া হুঁশিয়ারি দিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তন্তুবায়দের একটি সমাবেশ থেকে তাঁর হুঙ্কার, নীতীশ কুমারের নেতৃত্বে ‘মহাজোট’-ই রুখে দেবে নরেন্দ্র মোদীর বিজয়রথ। তিনি বলেন, ‘আমার বাবা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব যেভাবে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা আটকে দিয়েছিলেন, ঠিক তেমনই বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট রুখে দেবে মোদীর বিজয়রথ।’ লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে সমস্ত বিরোধী দল একছাতার নীচে আসছেন বলেও জানান তেজস্বী। 

তাঁর অভিযোগ, ‘বিজেপি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ। আর এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হতেই  হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরির চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে গেরুয়া দল। অবাক লাগে, যখন শুনি মুসলমানদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।’ এই বিভাজনের চেষ্টা কখনওই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন লালু-পুত্র। বলেন, ‘দেশের স্বাধীনতা আন্দোলনে হিন্দু-মুসলনমান সব সম্প্রদায়ই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কোনও সম্প্রদায়কেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’