বেড়ে চলা বেকারত্বে যুব সমাজে জনপ্রিয়তা কমেছে মোদীর? চিন্তায় গেরুয়া শিবির

বেড়ে চলা বেকারত্বে যুব সমাজে জনপ্রিয়তা কমেছে মোদীর? চিন্তায় গেরুয়া শিবির

modi

নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪-কে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ একদিকে, ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির৷ অন্যদিকে, বিজেপি’কে উৎখাত করে মসনদ দখলে কোমর বাঁধছে বিরোধী ইন্ডিয়া জোট৷ কিন্তু লোকসভা ভোটের আগে যুব সমাজকে নিয়ে চিন্তায় মোদী সরকার৷ বেড়ে চলা বেকারত্বের জেরে কি যুব সম্প্রদায়ের ভোট থেকে ক্রমশ দূরে সর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার? যুব সমাজের কাছে ফিকে হচ্ছে মোদী ম্যাজিক? সেই আশঙ্কায় প্রমাদ গুনছে গেরুয়া শিবির৷ 

এই বিষয়টি মাথায় রেখেই শনিবার দিল্লিতে বিজেপির যুব সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)। ওই বৈঠকে ঠিক করা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে অবিলম্বে সারা দেশে এক কোটি যুবক-যুবতীর সঙ্গে জনসংযোগ গড়ে তোলা হবে। ভোটার তালিকায় সদ্যই যাঁদের নাম উঠেছে, তাঁদের উপর বিশেষভাবে ‘ফোকাস’ করতে হবে। নতুন ভোটারদের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের সামনে তুলে ধরতে হবে গত ন’বছরে মোদী সরকারের সাফল্যের খতিয়ান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 19 =