নয়াদিল্লি: সোমবার ‘ফিলিপ কটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডে’ ভূষিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই পুরস্কারকে কেন্দ্রে করেই শুরু হয়েছে যত ঝামেলা। একদিকে শুভেচ্ছা জানানোর ঢল পড়েছে দলীয় নেতাদের মধ্যে। পীযূষ গোয়েল থেকে শুরু করে স্মৃতি ইরানি, সবাই রয়েছেন সেই তালিকায়। আবার সোশাল মিডিয়াতেও সমানে চলছে টিপ্পন্নি কাটার ঝড়।
জানা গিয়েছে, পুরস্কারটি প্রদান করে আলিগড়ের একটি সংস্থা। ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সংস্থার তরফে এই পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার আড়ালে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও। এই নিয়ে একটি টুইটও করেন। যার সারমর্ম হল- ‘ বিশ্ববিখ্যাত কাটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড জেতার জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চাই। এটি এতটাই বিখ্যাত যে, এর আগে কোনওদিন নামও শোনা যায়নি। আর কাউকে দেয়াও হয়নি। না ছিল কোনও জুরি কমিটি। ইভেন্ট পার্টনার ছিল রামদেবের পতঞ্জলি ও মিডিয়া পার্টনার ছিল রিপাবলিক টিভি।