অস্ট্রিয়ায় মোদীকে স্বাগত বিশেষ নিয়মে! ৪১ বছরের ইতিহাস বদলালো

কলকাতা: প্রায় ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেহামার। মোদিকে স্বাগত জানাতে ভিয়েনা বিমানবন্দরে…

কলকাতা: প্রায় ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেহামার। মোদিকে স্বাগত জানাতে ভিয়েনা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অস্ট্রিয়ান শিল্পীরা। তাঁরা প্রধানমন্ত্রী মোদীকে ‘বন্দে মাতরম’ গান উপস্থাপন করে স্বাগত জানান। মুগ্ধ প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, “অস্ট্রিয়া তার প্রাণবন্ত সঙ্গীত সংস্কৃতির জন্য পরিচিত। বন্দে মাতরম-এর আশ্চর্যজনক পরিবেশনে আমি তার আভাস পেয়েছি”।

১৯৮৩ সালে শেষবার ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। তারপর ৪০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশের মাটিতে পা রাখেননি। চার দশক পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রিয়া সফরে গেলেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে এবং কূটনৈতিক সমস্যা মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে মোদি ও নেহামারের মধ্যে, বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *