২ রাজ্যে ভাঙছে বিজেপির জোট! মোদী খোদ বসলেন বৈঠকে

কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন ২ রাজ্যে৷ তার আগেই কি ভেঙে যাবে বিজেপির জোট৷ ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি৷ তাই এবার খোদ উঠেপড়ে রাখলেন প্রধানমন্ত্রী…

কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন ২ রাজ্যে৷ তার আগেই কি ভেঙে যাবে বিজেপির জোট৷ ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি৷ তাই এবার খোদ উঠেপড়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, লোকসভা নির্বাচনের পর থেকেই শরিকদের উপর আগের থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। কারণ নিজেদের সরকার থাকা রাজ্যগুলোতেও পদ্মশিবির ধাক্কা খেয়েছে। অনেক আসনও তাদের হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী৷

বৃহস্পতিবার মহারাষ্ট্রের সমস্ত এনডিএ সাংসদের সঙ্গে দেখা করেছেন মোদি স্বয়ং। সেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে। সূত্রের খবর, মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি, পীযূষ গোয়েলরা ছিলেন এই বৈঠকে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতি বরাবরই চমক দেখিয়েছে৷ তবে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে আশানুরূপ ফলাফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি তাই এবার যে মহারাষ্ট্র বিধানসভা চিন্তা বাড়াচ্ছে বিজেপির তা বলাই বাহুল্য৷