নয়াদিল্লি: আইএনএস বিরাটের পাল্টা হিসেবে ভারতীয় বায়ুসেনার বিমান নিয়ে নরেন্দ্র মোদিকে পাল্টা তোপ দাগল কংগ্রেস। বুধবার নয়াদিল্লিতে এক নির্বাচনী জনসভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে উদ্দেশ করে মোদি বলেছিলেন, ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিরাটকে ‘ব্যক্তিগত ট্যাক্সি’ হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। ‘এক নম্বর দুর্নীতিবাজ’-এর পর ফের রাজীব গান্ধীর উদ্দেশে করা মোদির এই মন্তব্য প্রবল বিতর্কের সৃষ্টি করে জাতীয় রাজনীতিতে। বিশেষত ভোটের বাজারে।
বৃহস্পতিবার মোদির ওই মন্তব্যের পাল্টা দিতে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পসরিচার মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস। পাসরিচা সাফ জানিয়ে দেন, আইএনএস বিরাটে সরকারি কাজেই গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেটা কোনও ব্যক্তিগত সফর ছিল না। এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বৃহস্পতিবার বলেন, ‘মোদিজি বলে দিলেন, ৩০ বছর আগে রাজীব গান্ধী আইএনএস বিরাটে করে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু তাঁর এই মিথ্যাচার নৌবাহিনীর এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আমলাই ফাঁস করে দিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী সরকারি কাজে গিয়েছিলেন, ছুটি কাটাতে নয়। আসলে মোদিজির কাছে ঘটনা গুরুত্ব পায় না বিশেষ একটা।’