মমতার আমন্ত্রণ সাডা দেওয়ার আগে মোদিকে চিঠি বিজেপি সাংসদের

নয়াদিল্লি: মোদি-মমতা বৈঠকে বীরভূমের দেউচা-পাঁচামি কলয়া ব্লক চালু প্রসঙ্গ উঠতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিদ্রোহ ঘোষণা করলেন বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত৷ মমতার আমন্ত্রণে সাড়া দেওয়া আগে সব দিক খতিয়ে দেখার আর্জিও জানিয়েছেন তিনি৷ মোদিকে চিঠি পাঠিয়ে কয়লা ব্লক সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷ বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, সদ্য

মমতার আমন্ত্রণ সাডা দেওয়ার আগে মোদিকে চিঠি বিজেপি সাংসদের

নয়াদিল্লি: মোদি-মমতা বৈঠকে বীরভূমের দেউচা-পাঁচামি কলয়া ব্লক চালু প্রসঙ্গ উঠতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিদ্রোহ ঘোষণা করলেন বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত৷ মমতার আমন্ত্রণে সাড়া দেওয়া আগে সব দিক খতিয়ে দেখার আর্জিও জানিয়েছেন তিনি৷ মোদিকে চিঠি পাঠিয়ে কয়লা ব্লক সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷

বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, সদ্য বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা ব্লকের অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ এই কয়লা ব্লক নিয়ে প্রচুর ধোঁয়াশা রয়েছে৷ তবে, আমরা এই প্রকল্পের বিরোধিতা করছি না৷ তবে সবার আগে কারখানা হলে পরিবেশ দূষণের দিকটি দেখা উচিৎ রাজ্যের৷ পরিবেশ রক্ষার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু করেনি বলেও চিঠিতে দাবি জানিয়েছেন তিনি৷

তিনি জানিয়েছেন, গোটা প্রকল্পটি এলাকাটি আদিবাসী অধ্যুষিত এলাকায়৷ ফলে এই প্রকল্প চালু করার আগে আদিবাসীদের জমি অধিগ্রহণ-সহ তাঁদের পুনর্বাসন ব্যাপারটি নিশ্চিত করা উচিত রাজ্য সরকারের৷ গত বুধবার বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বীরভূমের এই কয়লা খনি চালু করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন৷ কয়লা খনির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷ সেই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নিজেদের অবস্থান জানান রাজ্যসভার বিজেপি সাংসদ৷

যদিও আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খনি নিয়ে তিন বছর টানাপোড়েনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ এই ব্লক চালু করা গেলে ১ লক্ষ কর্মসংস্থান হবে৷ বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা গেলে বাংলাকে কেন্দ্র করে দেশের অর্থনীতি বদলে যাবে৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ব্লক ৫ বছরের মধ্যে কাজ শুরু করবে৷ কয়লা ব্লকের কাজ শুরু হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে৷ কাজ শুরু হলে আগামী ১০০ বছরের বাংলায় কয়লার অভাব হবে না৷

জমি জটের আশঙ্কা থাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ওখানে ৪০০ পরিবার আছে৷ তার মধ্যে ৩০-৩৫ জন আদিবাসী৷ তাঁদের মতামত নিয়ে কাজ হবে৷ মুখ্যসচিবকে নেতৃত্বে তৈরি হচ্ছে নয়া কমিটি কমিটি৷ কমিটির রিপোর্টের ও বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে৷ পরিবারগুলির দায়িত্ব রাজ্য সরকার নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

বীরভূমের মহাম্মদ বাজার ব্লকের এই দেউচা-পাঁচামি খনিতে প্রায় ২২০ কোটি কোটি টনের ওপর কয়লা মজুদ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক৷ এর মধ্যে এক কোটি টন পাবে রাজ্য সরকার৷ এই প্রকল্পের জন্য ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলেও আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদের বেশ কিছু অংশে আর্থিক ও সামাজিক চেহারা বদলে যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

জানা গিয়েছে, ওই এলাকারটির মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫টি আদিবাসী পরিবার রয়েছে৷ আদিবাসী গ্রামের জমি হস্তান্তরের ক্ষেত্রে যেহেতু আইনি জটিলতা রয়েছে, ফলে রাজ্য সরকার সমস্ত দিক ভেবে চিন্তে দেখছে খবর৷ কেননা, গত সাতের দশকে বিজ্ঞপ্তি জারি করে ওই অঞ্চলে প্রায় ৫০০ একরের মতো জমি নিজেদের হেফাজতে নিয়েছিলেন রাজ্য সরকার৷ সেই সময় জমির মালিকদের বাৎসরিক ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল পশ্চিমবঙ্গ খনি উন্নয়ন ও বৃত্তি নিয়ম৷ মনে করা হচ্ছে, এবারও ওই প্রকল্পের জন্য আদিবাসী সম্প্রদায়ের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন ব্যবস্থা দেওয়ার পরই এই প্রকল্পে হাত লাগাতে পারে রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *