দীপাবলীর আগে ‘রোজগার মেলার’ সূচনা মোদীর, আজই ৭৫,০০০ জনকে চাকরি

দীপাবলীর আগে ‘রোজগার মেলার’ সূচনা মোদীর, আজই ৭৫,০০০ জনকে চাকরি

নয়াদিল্লি: দীপাবলির আগে খুশির খবর৷ দেশে সূচনা হল ‘রোজগার মেলা’র। আজ, শনিবার এই মেলার সূচনা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন ভর্চুয়ালি এই মেলার উদ্বোধন করে নমো বলেন, এই মেলার মাধ্যমে ১০ লক্ষ চাকরি হবে৷ অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ৭৫ হাজার নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে প্রার্থীদের নিয়োগ করা হবে৷ কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে নিয়োগ ও স্বনির্ভরতার ক্ষেত্রে একটি মাইলস্টোন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন- কোথায় ল্যান্ডফল করতে পারে ‘সিত্রাং’? মঙ্গলবারই আছড়ে পড়ার আশঙ্কা

করোনার ধাক্কায় বেশ নড়বড়ে হয়ে গিয়েছিল দেশের অর্থনীতি৷ সেই ধাক্কা সামলে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছে পরিস্থিতি৷ কিন্তু ঘোঁচেনি বেকারত্বের যন্ত্রণা৷ দেশজুড়ে বেকারত্ব বৃদ্ধির অভিযোগে সোচ্চার বিরোধী শিবির৷ এমন সময় প্রায় সকলকে চমকে দিয়ে ‘চাকরি মেলা’র উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী৷ শুরু হল ১০ লক্ষ নিয়োগের অভিযান৷ ধনতেরসের শুভলগ্ন আসার আগেই ঘরে ধনলক্ষ্মীর আগমনের বার্তা দিয়ে দিল মোদী সরকার। আজই ৭৫ হাজার জনের হাতে কাজের নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানা গিয়েছে৷ 

এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করে নমো বলেন, গত ৮ বছরে একাধিক ক্ষেত্রে সংস্কার করা হয়েছে৷ যার জেরে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ বিশ্বের অনেক বড় বড় অর্থনীতি মুদ্রাস্ফীতি, বেকারত্বের সঙ্গে লড়াই করছে৷ ১০০ বছর ধরে চলে আসা বড় বড় সংকটগুলির প্রভাব ১০০ দিনে দূর হতে পারে না।’ পাশাপাশি এদিন মেক ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন নমো৷ তিনি বলেন, ‘মেক ইন ইন্ডিয়ার সফরে ভারত ক্রমেই আমদানিকারক থেকে রফতানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে। বহু ক্ষেত্রে দেশ গ্লোবাল হাবের অংশ হয়ে উঠেছে। মোদী বলেন, ‘যখন ভারত থেকে প্রতি মাসে ১০০ কোটি মোবাইল ফোন বাইরে রফতানি করা হয় তখন  আমাদের দেশের সামর্থ্য প্রকাশিত হয়। ভারত যখন রফতানির পূর্ববর্তী রেকর্ড চূর্ণ করে এগিয়ে চলে, তখন এটাও স্পষ্ট যে গ্রাউন্ড লেভেলে প্রচুর চাকরি তৈরি হয়েছে।’