সংরক্ষণ বিল আদতে মোদির জুমলা, বললেন প্রকাশ রাজের

নয়াদিল্লি: আর্থিক অসচ্ছল উচ্চবর্ণের মানুষের জন্য ১০% সংরক্ষণ বিল আর কিছুই নয় ভোটের আগে মোদি সরকারের আরও একটি জুমলা বলে মন্তব্য করলেন অভিনেতা প্রকাশ রাজ৷ সম্প্রতি তিনি নির্বাচনে লড়াইয়ের কথাও ঘোষণা করেছেন৷ বেঙ্গালুরুর কোন একটি কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি জন সাধারণকে যা বলেছেন তার কিছুই করেননি৷ ১০% সংরক্ষণও সেগুলির মতো

সংরক্ষণ বিল আদতে মোদির জুমলা, বললেন প্রকাশ রাজের

নয়াদিল্লি: আর্থিক অসচ্ছল উচ্চবর্ণের মানুষের জন্য ১০% সংরক্ষণ বিল আর কিছুই নয় ভোটের আগে মোদি সরকারের আরও একটি জুমলা বলে মন্তব্য করলেন অভিনেতা প্রকাশ রাজ৷ সম্প্রতি তিনি নির্বাচনে লড়াইয়ের কথাও ঘোষণা করেছেন৷ বেঙ্গালুরুর কোন একটি কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি জন সাধারণকে যা বলেছেন তার কিছুই করেননি৷ ১০% সংরক্ষণও সেগুলির মতো আরেকটা বলে মন্তব্য করেন তিনি৷

এত বছরে তিনি দেশের কোটি কোটি যুবাদের জন্য কোনও কর্মসংস্থান করতে পারেননি, সেরকই উচ্চবর্ণের পিছিয়ে পরা মানুষের জন্য এই পদক্ষেপটাও একটা চমক মাত্র। অযোধ্যার ওপরে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে এসে তিনি এও বলেন যে অযোধ্যার কোনও উন্নতি হয়নি কারণ বিজেপির নেতারা রাম মন্দির নিয়ে বেশী ব্যস্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 7 =