সর্বসম্মতভাবে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মোদি

নয়াদিল্লি : মঞ্চ তৈরি। এখন শুধু শপথগ্রহণের অপেক্ষা। শনিবার এনডিএর সব শরিক সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী হিসেব নির্বাচিত করলেন নরেন্দ্র মোদিকে। এদিন সংসদের সেন্ট্রাল হলে এনডিএর ৩৫৩ জন নবনির্বাচিত সাংসদ উপস্থিত ছিলেন। সামনের মঞ্চে বিজেপির বর্ষীয়ান দুই নেতা লালকৃষ্ণ আডবানী ও মুরলি মনোহর যোশি উপস্থিত। এছাড়া ছিলেন শরিক অকালি দল, শিবসেনা, লোক জনশক্তি পার্টি ও উত্তর পূর্বের

সর্বসম্মতভাবে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মোদি

নয়াদিল্লি : মঞ্চ তৈরি। এখন শুধু শপথগ্রহণের অপেক্ষা। শনিবার এনডিএর সব শরিক সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী হিসেব নির্বাচিত করলেন নরেন্দ্র মোদিকে। এদিন সংসদের সেন্ট্রাল হলে এনডিএর ৩৫৩ জন নবনির্বাচিত সাংসদ উপস্থিত ছিলেন। সামনের মঞ্চে বিজেপির বর্ষীয়ান দুই নেতা লালকৃষ্ণ আডবানী ও মুরলি মনোহর যোশি উপস্থিত। এছাড়া ছিলেন শরিক অকালি দল, শিবসেনা, লোক জনশক্তি পার্টি ও উত্তর পূর্বের কয়েকটি আঞ্চলিক দলের শীর্ষনেতারা।

অনুষ্ঠান শুরুর পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মোদির নাম সংসদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব করেন। সেই প্রস্তাব একে একে সমর্থন করেন লালকৃষ্ণ আদবানি, নিতিন গডকরি সহ শরিক দলের নেতারা। ফলে সর্বসম্মতভাবেই নরেন্দ্র মোদির নাম পাশ হয়ে যায়। এরপর অমিত শাহ বলেন, ২০১৯ লোকসভা দেশ থেকে পরিবারতন্ত্র, জাতিবাদ ও তুষ্টিকরণের রাজনীতিকে সমূলে উপড়ে ফেলে শুধুমাত্র কাজের নিরিখে একজন প্রধানমন্ত্রী বেছে নিল।

সংসদীয় দলের নেতা হয়ে মোদি বলেন, এই বিপুল জনসমর্থন দায়িত্ব বাড়ায়, আর আমরা সকলে মিলে এই দায়িত্ব পালন করব। এই নির্বাচন সব প্রাচীর ভেঙে দিয়েছে কারণ এবার জনগণ সরকারের পক্ষে ভোট দিয়েছেন। তারপরই মোদি যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার দাবি নিয়ে। এর আগে শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরামর্শমতো পুরানো লোকসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাষ্ট্রপতির কাছে নির্বাচিত সব সাংসদের নামের তালিকা পেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =