কলকাতা: মারাত্মক রূপ ধরে ধেয়ে আসছে ফনি। অন্তত এমনটাই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আয়লার থেকেও এর প্রভাব ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ আর পরিস্থিতি দাঁড়িয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, অতিরিক্ত প্রিন্সিপাল সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব ও আইএমডি, এনডিআরএফ, এনডিএমএ ও পিএমওর অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা৷ কীভাবে বিপর্যয় মোকাবিলা করা যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
হাওয়া অফিসের পূর্বাভাস, ওড়িশা, অন্ধ্র ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। পুরী থেকে ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে। সে কোনও মুহূর্তে তা আছড়ে পরতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ২০০ কিলোমিটারের কাছাকাছি। প্রশাসনের তরফে ইতিমধ্যেই পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজে তৈরি রয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আবহাওয়া দফতর সূত্র খবর, মঙ্গলবার থেকেই মারাত্মক হয়ে উঠেছে ফনি। ঘূর্ণিঝড়ের দাপটে শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড় শুরু হয়ে যাবে।
Visuals: PM today chaired a high-level meeting in Delhi to review preparedness for Cyclone #Fani. Meeting was attended by Cabinet Secretary, Principal Secy to the PM, Additional Principal Secretary to the PM, the Home Secretary&other senior officials from IMD, NDRF, NDMA&PMO etc. pic.twitter.com/OJd8o7ILwU
— ANI (@ANI) May 2, 2019
প্রতি ঘণ্টায় ঝড়ের গতিবেগ হতে পারে ১৭৫ থেকে ১৮৫কিলোমিটার। কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করতে দিঘা উপকূলে মাইকিং করছে দিঘা পুলিস। সতর্কতার মধ্যেই বিপত্তি। পুলিস ও নুলিয়াদের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নামেন এক মহিলা। নুলিয়াদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। সতর্কতা জারি করা হয়েছে মন্দারমণি, বকখালি, সাগরদিঘিতে। ফনির প্রভাবে উত্তরবঙ্গেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় পুরসভায় জরুরি বৈঠক ডেকেছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতায় জোরালো ঝড় হলে, গাছ উপড়ে পড়া বা পুরনো, জরাজীর্ণ বাড়ি নিয়ে আলোচনা হবে। বেশি বৃষ্টি হলে, তার মোকাবিলাতেও তৈরি থাকতে হবে বলে জানিয়েছেন মেয়র। ঝড়বৃষ্টির সময় ফেরি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।