নয়াদিল্লি: বাবরি মসজি ধ্বংসে অভিযুক্ত নিত্যগোপাল দাসকে রাম মন্দির ট্রাস্টের সভাপতি করা হয়েছে৷ সাধু খুনের আসামি সেই নিত্যগোপাল দাসকে সম্প্রতি লোকজন নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁকে মন্দিরের ভূমিপুজোয় আমন্ত্রণ জানিয়ে এসেছেন৷ নরেন্দ্র মোদির বাড়িতে নিত্যগোপালের সঙ্গে গিয়েছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা৷
বৈঠক শেষে সংবাদমাধ্যমে নিত্যগোপাল জানিয়েছেন, রাম মন্দিরে ভূমিপুজোয় সামিল হওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী বিবেচনা করে দেখবেন বলেও জানিয়েছেন তিনি৷ তবে ভূমি পুজো কবে হবে তার দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি৷ দিল্লি ভোটের আগে রাম মন্দির নির্মাণের জন্য তৈরি ট্রাস্ট শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে প্রথম বৈঠক হয়৷ গত শুক্রবার সেখানে বাবরি মসজিদ ধ্বংসের অভিযুক্ত নিত্যগোপাল ট্রাস্টের সভাপতি করা হয়৷ এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নিত্যগোপাল জানিয়েছেন, নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের উপস্থিতিতেই মন্দির সংস্কারের কাজ হবে৷
এর আগে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাম মন্দির ট্রাস্টের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর মোদির তৈরি ১৫ সদস্যের এই ট্রাস্টের রাস নিজেদের হাতে রেখেছেন নরেন্দ্র মোদী নিজে৷ তবে কমিটি গঠন হয়ে গেলেও এখন মন্দির নির্মাণের কাজ শুরুর দিন ঠিক হয়নি৷ বিজেপি সূত্রে খবর, প্রাথমিক কাজ মিটে গেলে প্রধানমন্ত্রীর সময় দেখে দিনক্ষণ স্থির হবে৷ উত্তরপ্রদেশের ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরকে হাতিয়ার করতে চলেছে বিজেপি৷