Aajbikel

এ পারে মোদী, ও পারে শিশুরা, মধ্যিখানে কাঁটাতার, ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড়

 | 
মোদী

নয়াদিল্লি:  একদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, উৎসুক শিশুর দল। মধ্যিখানে কাঁটা তার৷ খুদেদের উদ্দেশে হাত নাড়ছেন নমো৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়। শিশুদের সামনে কাঁটাতারের বেড়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস৷ সোচ্চার নেটিজেনদের একাংশও।


সামনেই কর্ণাটকে বিধানসভা ভোট৷ জোরকদমে শুরু হয়েছে প্রচার৷ রাজ্যে গিয়ে প্রচারে ঝড় তুলেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। মঙ্গলবার ছিল তাঁর মেগা কর্মসূচি৷ তারই ফাঁকে হালকা মেজাজে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু, তাদের মাঝে দেখা গেল কাঁটাতার৷ আর সেই কাঁটাতারকে হাতিয়ার করেই একযোগে প্রধানমন্ত্রী ও শিশু সুরক্ষা কমিশনকে নিশানা করলেন কংগ্রেস নেতা কামরু চৌধুরী। শিশুদের কেন কাঁটাতারের ওপারে রাখা হল? প্রশ্ন তুললেন তিনি৷ শিশু সুরক্ষা কমিশন ও কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো কী করছেন? ভিডিয়ো ভাইরাল হতেই বিদ্রোহী নেটিজেনদের একাংশও। একজন নেটিজেন লিখেছেন, ‘দেখে মধ্যে হচ্ছে, এই শিশুরা পাকিস্তানের। সীমান্তে কাঁটাতারের ওপার থেকেই তারা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছে।’ আর এক নেটিজেনের কথায়, ‘মোদী সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক, যিনি নিজের দেশের শিশুদেরও কাছে টেনে নিতে পারেন না।’

ভিডিয়োটি কর্ণাটকের কালবুর্গির। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে তাঁর সঙ্গে কথা বলার জন্য উৎসুক হয়ে পড়েছিল বেশ কয়েকটি শিশু। তাদের নিরাশ করেননি নমোও। তাদের দিকে হাত নেড়ে এগিয়ে আসেন। শিশুদের সঙ্গে কথা বলেন৷ জানতে চান, তারা ভবিষ্যতে কে কী হতে চায়৷ এমনকী তিনি এও জানতে চান, ‘তোমাদের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হতে চাও না?’ এতদূর সবকিছুই ঠিক ছিল৷ কিন্তু রণে ভঙ্গ দিল তাঁদের মাঝের ওই কাঁটাতার। 


 

Around The Web

Trending News

You May like