সরকারি দপ্তরে ঘুঘুর বাসা ভাঙতে কড়া পদক্ষেপ মোদির

নয়াদিল্লি: সরকারি অফিসারদের মধ্যে দুর্নীতি রুখতে জোর কদমে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসে দুর্নীতির রাশ টানতে উদ্যোগী মোদির দপ্তর৷ আর তার জেরে কাস্টমস ও কেন্দ্রীয় শুল্ক দপ্তরের ১৫ জন সিনিয়র অফিসারকে বরখাস্ত করল কেন্দ্র৷ অর্থমন্ত্রক থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ৫৬(জে) ধারা অনুযায়ী সিবিআইসির প্রিন্সিপাল কমিশনার থেকে সহকারী কমিশনার পর্যন্ত ১৫

সরকারি দপ্তরে ঘুঘুর বাসা ভাঙতে কড়া পদক্ষেপ মোদির

নয়াদিল্লি: সরকারি অফিসারদের মধ্যে দুর্নীতি রুখতে জোর কদমে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷  দ্বিতীয়বার ক্ষমতায় এসে দুর্নীতির রাশ টানতে উদ্যোগী মোদির দপ্তর৷ আর তার জেরে কাস্টমস ও কেন্দ্রীয় শুল্ক দপ্তরের ১৫ জন সিনিয়র অফিসারকে বরখাস্ত করল কেন্দ্র৷

অর্থমন্ত্রক থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ৫৬(জে) ধারা অনুযায়ী সিবিআইসির প্রিন্সিপাল কমিশনার থেকে সহকারী কমিশনার পর্যন্ত ১৫ জন সিনিয়র আধিকারিককে বরখাস্ত করা হয়েছে৷ এঁদের মধ্যে বেশিরভাগ আগে থেকেই সাসপেন্ড হয়ে রয়েছেন৷ এর আগে দুর্নীতির দায়ে অভিযুক্ত ১২ আয়কর কর্তাকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে বলা হয়৷ ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’র দাবিদার মোদি সরকার যে এখানেই থামবে না, তা ফের প্রমাণিত হলই মনে করছেন অনেকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =