‘মোদি মানসিক ভারসাম্য হারিয়েছেন, চিকিত্সা দরকার’

রায়পুর: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাঁর চিকিত্সা দরকার।’ এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। সম্প্রতি উত্তরপ্রদেশের নির্বাচনী সভা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ‘১ নম্বর দুর্নীতিবাজ’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে তোপ দাগলেন বাঘেল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী

‘মোদি মানসিক ভারসাম্য হারিয়েছেন, চিকিত্সা দরকার’

রায়পুর: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাঁর চিকিত্সা দরকার।’ এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। সম্প্রতি উত্তরপ্রদেশের নির্বাচনী সভা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ‘১ নম্বর দুর্নীতিবাজ’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে তোপ দাগলেন বাঘেল।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজীবজিকে নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানাচ্ছি। প্রয়াত এবং অত্যন্ত সম্মানীয় এক ব্যক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী এরকম অপমানজনক মন্তব্য করতে পারেন, তা কেউ ভাবতেই পারেনি। এর থেকেই প্রমাণ হয়ে যায়, উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং অবিলম্বে ওনার চিকিত্সা দরকার।’ বাঘেল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দিনে ৩-৪ ঘণ্টা ঘুমোন। পর্যাপ্ত ঘুম না হওয়ায় তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে। এই রকম একজনকে দেশের সর্বোচ্চ পদে বসানো অত্যন্ত বিপজ্জনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 16 =