Aajbikel

‘সারে জঁহা সে অচ্ছা, হিন্দুস্থাঁ হামারা’-র স্রষ্টার জীবনী বাদ! মোদী সরকারের 'কোপ'

 | 
iqbal

নয়াদিল্লি: চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নিয়ন্ত্রিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে মোগল যুগ বাদ গিয়েছে। সেই নিয়ে চর্চা, নিন্দা-আলোচনা কিছু কম নেই। এরই মধ্যে আরও এক বিতর্কিত সিদ্ধান্তের কথা সামনে এল। জানা গিয়েছে, এবার মোদী সরকারের 'কোপ' পড়েছে উর্দু কবি মহম্মদ ইকবালের ওপর। মোগল যুগের পর তাঁর জীবনী বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনি আর কেউ নন, ‘সারে জঁহা সে অচ্ছা, হিন্দুস্থাঁ হামারা’-র স্রষ্টা। 

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল এই বিষয়ে সুপারিশ করেছে পরিচালন পর্ষদের কাছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ শিরোনামের অধ্যায়টি বিএ-র ষষ্ঠ সিমেস্টারের অংশ ছিল এবং তার মধ্যেই ছিল প্রয়াত এই উর্দু কবির জীবনী এবং সাহিত্য রচনা সম্পর্কিত অধ্যায়। সেটিই বাদ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই আবার তোপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। আগামী প্রজন্মের জন্য কী ইতিহাস বাঁচিয়ে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এই কাজ করে চলেছে কেন্দ্র। 

১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেছিলেন ইকবাল। পাকিস্তান তাঁকে জাতীয় কবির মর্যাদা দিলেও তিনি ভারতে সমানভাবে সমাদৃত। এমনই রবীন্দ্রনাথ ঠাকুরও কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ পড়ে প্রশংসা করেছিলেন।   

Around The Web

Trending News

You May like