Aajbikel

লোকসভার সঙ্গেই সাত রাজ্যের ভোট? বড় পরিকল্পনার পথে মোদী সরকার

 | 
মোদী

নয়াদিল্লি: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে এখনও কোনও রকম সিদ্ধান্ত হয়নি। তা কবে হবে কেউ জানে না। কিন্তু মোদী সরকার যে এই ইস্যু নিয়ে ক্রমাগত ভাবতে থাকছে তার প্রমাণ মিলছে। আইন কমিশন এখনও এই বিষয়ে চূড়ান্ত রিপোর্ট না দিলেও কেন্দ্রের বিজেপি সরকার প্রাথমিক কিছু পরিকল্পনা করেই রাখছে 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে। তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকেই। সূত্রের খবর, আগামী বছর লোকসভা ভোটের সঙ্গে সাত রাজ্যের বিধানসভা ভোট হতে পারে। এটাই কি হতে চলেছে মোদীর মাস্টারস্ট্রোক? 

চলতি বছর নভেম্বর মাসে একাধিক রাজ্যের ভোট আছে। সেইসব রাজ্যগুলিতে অভিযান শুরু করে দিয়েছে সব দল। প্রস্তুতির শেষ পর্বে জাতীয় নির্বাচন কমিশনও। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যগুলির ভোট ঘোষণা হতে পারে বলে অনুমান। নভেম্বর মাসে নির্বাচন এবং ডিসেম্বরের শুরুতে ফল, এই পর্যন্ত কোনও দ্বিধা নেই। তবে কৌতূহল এর পরের অংশ নিয়ে। মোদী সরকার চাইছে সাত রাজ্যের ভোট লোকসভার সঙ্গে করাতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসল বিষয় হল, এই মুহূর্তে সব রাজ্যের নির্বাচন লোকসভার সঙ্গে করাতে পারবে না মোদী সরকার। কারণ এত দ্রুত সব সংগঠিত করা সম্ভব নয় এবং জোর করে তা করতে গেলে বিরোধীরা চলে যেতে পারে সুপ্রিম কোর্টে। তাতে ভোটের প্রক্রিয়া সেই দেরিই হবে। তাই এই বছর পাঁচ রাজ্যের নির্বাচনের পর লোকসভার সঙ্গে সাত রাজ্যের নির্বাচন করে 'এক দেশ, এক নির্বাচন'-এর 'সেমিফাইনাল' করতে চাইছেন নরেন্দ্র মোদী। 

এমনিতেই লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা ভোট হয়ে থাকে। ২০১৯ সালেও তাই হয়েছিল। এই চার রাজ্য ছাড়া কেন্দ্রের নজরে রয়েছে হরিয়ানা ও মহারাষ্ট্র। ২০২৪ সালের নভেম্বরে এই দু’টি রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। সেক্ষেত্রে  মেয়াদ শেষের ছ’মাস আগে ভোট করানোয় বাধা নেই। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা রয়েছে। 

Around The Web

Trending News

You May like