‘করোনা নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছেন মোদী’, ফের খোঁচা রাহুলের

‘করোনা নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছেন মোদী’, ফের খোঁচা রাহুলের

2c127feb47cb653cf7ae6b0c334cb710

নয়াদিল্লি: করোনা সংক্রমণ নিয়ে ফের নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার সংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী আজ পর্যন্ত বুঝতে পারেননি, করোনা কেবল একটি রোগ নয়, এটি একটি পরিবর্তিত রোগ৷

এদিন রাহুল গান্ধী নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন৷ নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে জানানো হয়, ভারতে করোনায় যে পরিমাণ মানুষের মৃত্যু হচ্ছে, সেই সঠিক সংখ্যা কিন্তু জনসমক্ষে তুলে ধরা হচ্ছে না৷ এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, ‘‘আমি আসন্ন বিপদ নিয়ে যথেষ্ট ভয়ে আছি৷ একজন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে জানান দরকার, আমাদের করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিতে হবে৷ আমাদের আরও কী করা দরকার? ভাইরাসটিকে কী ভাবে আটনো যাবে? কিন্তু তিনি তা করছেন না৷ তিনি আতঙ্কিত, তিনি হতবাক৷ তিনি কী ভাবে নিজের ইমেজ প্রতিষ্ঠিত করা যায়, তার চেষ্টা করছেন৷ তাঁর ইমেজ নষ্ট হয়ে গিয়েছে৷ সেটির আর অস্তিত্ব নেই৷ আমি মোদীকে পরামর্শ দেব, আপনি নিজের ইমেজ সম্পর্কে উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন৷ কেন এত মানুষের মৃত্যু হচ্ছে, সেই সম্পর্কে চিন্তাভাবনা শুরু করুন৷”

তিনি আরও জানান, ‘‘এই ভাইরাস না আটকালে তার পরিবর্তন ঘটাতে থাকবে, আমি ভ্যাকসিনের রণনীতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বহুবার বলেছি, এটি সঠিকভাবে করা হোক৷ না হলে আরও এক বা দু’টি তরঙ্গ আসবে৷ কিন্তু এখনও পর্যন্ত দেশের ৯৭ শতাংশ মানুষই করোনায় ভ্যাকসিন পাননি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *