নয়াদিল্লি: এক দশকে মন্দা কী তার নতুন সঙ্গা দিয়েছে মোদী সরকার। দেশের আর্থিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশ হওয়ার পর বিরোধীরা দাবি করেছিল দেশে মন্দা। কিন্তু, মোদী সরকারের পাল্টা দাবি, মন্দা কই? অর্থনীতি বাড়ছে। শুধু অংকটা অন্যরকম ভাবে করতে হবে। আর্থিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশ হলেও তা বাড়ছে। কিন্তু, প্রচলন মতামত হল, বেশ কয়েক মাস ধরে আর্থিক বৃদ্ধির হার, জিডিপি, আয় কমলে তাই মন্দা। কিন্তু, মোদী সরকার তা মানতে রাজি নয়।
এখানে একটি সঙ্গা মনে রাখার মত। ব্রিটিশ সরকার কিংবা আমেরিকার ব্যুরো অব লেবার স্টেটিস্টিক বলে, পরপর দুটি কোয়ার্টার বা ত্রৈমাসিক যদি বৃদ্ধি শুন্য হয় তবেই মন্দা।
সরকার বিরোধীরা যুক্তি দিয়েছেন, দেশে মন্দা চলছে কারণ, সংগঠিত ক্ষেত্রে বৃদ্ধি বাড়লেও অসংগঠিত ক্ষেত্রে বৃদ্ধি তলানিতে। বৃদ্ধির হার এখন শূন্য থেকে ১ শতাংশের কম। এর কারণ হিসেবে নোট বন্দি এবং সেই ধাক্কা কাটার আগে জিএসটি-কেই দায়ী করেছেন। তবে যাই হোক, সাধারণ মানুষ বৃদ্ধি দেখে বাজার করতে যায় না। মোদী সরকার ২০২৪ সালের মধ্যে ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির যে প্রতিশ্রুতি দিয়েছে তা একটা খুড়োর কলের মতোই ঠেকেছে।
দশক শেষ। ২০২০ এসেছে। বাজারে আগুন ধিকি ধিকি জ্বলছে। আলুর দাম ৩৫ টাকা কিল। পেঁয়াজ ১২০ টাকা কিল। গরিব মানুষ অর্থনীতির শক্ত সংখ্যা বোঝে না। মন্দায় কি যায় এলো।