সবার জন্য বীমা আনছে সরকার! বাজেটে হতে পারে বিরাট ঘোষণা

নয়াদিল্লি: ২০৪৭ র মধ্যে সবার জন্য বিমা। আসন্ন বাজেটে এবার এমনই মেগা ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, তার জন্য ১৯৩৮-র বিমা আইনের…

modi rajyasabha 1

নয়াদিল্লি: ২০৪৭ র মধ্যে সবার জন্য বিমা। আসন্ন বাজেটে এবার এমনই মেগা ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, তার জন্য ১৯৩৮-র বিমা আইনের বড় পরিবর্তন করবে কেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আম জনতার সবাইকে বিমার আওতায় আনতে এই সংক্রান্ত আইনের সংশোধনী বিল আনবে সরকার। সেখানে কম্পোজিট লাইসেন্স, ডিফারেনশিয়াল ক্যাপিটাল, সলভেন্সির নিয়ম-কানুন শীথিল করার মতো বিষয়গুলিকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে 1938-র যে বিমার আইন রয়েছে, তাতে এই সুবিধা নেই। ফলে লাইফ ইনসিয়োরেন্স কোম্পানি শুধু মাত্র জীবন বিমাই বাজারে আনতে পারে। আবার একই ভাবে স্বাস্থ্য বিমার সংস্থায় নেই কোনও স্কিম। সূত্রের খবর, বিমার আইনে বদল আনতে বিলের খসড়া ইতিমধ্য়েই তৈরি হয়ে গিয়েছে। মন্ত্রিসভার অনুমতি পেলেই শুরু হবে চূড়ান্ত বিল তৈরির কাজ।