প্রযুক্তির অগ্রগতির পথে আরও একধাপ, চালকবিহীন মেট্রো সূচনা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেই সুখবর। নতুন ইতিহাস রচনা করল ভারত। প্রথম চালকবিহীন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেন পুরোদস্তুর অটোমেটিক।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়াদিল্লিতে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে যারা চালকবিহীন ট্রেন পরিষেবা চালু করেছে বিশ্বের সেই সাত শতাংশ মেট্রো নেটওয়ার্কের মধ্যে চলে এল দিল্লি মেট্রোও।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেই সুখবর। নতুন ইতিহাস রচনা করল ভারত। প্রথম চালকবিহীন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেন পুরোদস্তুর অটোমেটিক।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়াদিল্লিতে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে যারা চালকবিহীন ট্রেন পরিষেবা চালু করেছে বিশ্বের সেই সাত শতাংশ মেট্রো নেটওয়ার্কের মধ্যে চলে এল দিল্লি মেট্রোও।
সোমবার সকালে নয়াদিল্লির মাজেন্টা লাইনে এই পরিষেবার সূত্রপাত হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে। দেশ কত দ্রুত আধুনিক ও স্মার্ট জীবনযাপনের দিকে এগোচ্ছে তার প্রমাণ এই পরিষেবা। এখন থেকে দিল্লি মেট্রোতে ন্যাশনাল কমন মবিলিট কার্ড (NCMC) ব্যবহার হবে বলেও জানান তিনি। কয়েক বছর আগেও যেখানে প্রযুক্তি এতটা উন্নত ছিলনা সেখানে এখন গোটা দেশ প্রযুক্তির উন্নয়নের সুফল পাচ্ছে। 
এরপরই বিজেপি সরকারের সুখ্যাতি করতে শুরু করেন তিনি। বলেন, এই সরকারের আমলেই পরিবর্তন এসেছে। চালকবিহীন ট্রেন ছাড়াও দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ যে এনসিএমসি কার্ড চালু করেছে। এটি এক দেশ, এক কার্ড নীতির ভিত্তিতে তৈরি। এই কার্ডের মাধ্যমে মানুষ বাসের ভাড়া, পার্কিং চার্জ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন। এছাড়া এর সাহায্যে টাকাও তোলা যাবে। তিনি আরও বলেন দেশের বিভিন্ন প্রান্তে মেট্রো রেল পরিষেবা চালু করার জন্য মেক ইন ইন্ডিয়া নীতির বাস্তবায়ন জরুরি। এটি খরচ কমার পাশাপাশি বিদেশি টাকা বাঁচবে বলে জানান প্রধানমন্ত্রী।
ভারতের মেট্রো রেলের সূচনার জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বলেন, তাঁর উদ্যোগেই ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়। ২০১৪ সালে যখন বিজেপি সরকার গঠন হয় তখন সারা দেশে মাত্র পাঁচটি শহরে মেট্রো রেল চালু ছিল। বর্তমানে ১৮টি শহরে এই পরিষেবা রয়েছে। ২০২৫ সালের মধ্যে ২৫টির বেশি শহরে মেট্রো রেল পরিষেবা চালু করা হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =