ফের মহাজোটকে তুলোধোনা মোদির

মাডগাঁও: বিজেপি বিরোধী মহাজোটের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কামান থামছেই না। শনিবারের পর রবিবারও বিরোধীদের একতা প্রদর্শনের প্রয়াসকে তুলোধোনা করলেন মোদি। একদিন আগেই ব্রিগেডের সমাবেশে দেশের তাবড় বিরোধী নেতাদের একমঞ্চে এনে কেন্দ্রের মোদি সরকারকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে গতকালই একদফা খোঁচা দেন প্রধানমন্ত্রী। এদিন ফের প্রস্তাবিত এই মহাজোটের মুণ্ডপাত করলেন তিনি। মোদির তোপ,

da8ed0f206817487a9cdf0061ed09c32

ফের মহাজোটকে তুলোধোনা মোদির

মাডগাঁও: বিজেপি বিরোধী মহাজোটের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কামান থামছেই না। শনিবারের পর রবিবারও বিরোধীদের একতা প্রদর্শনের প্রয়াসকে তুলোধোনা করলেন মোদি। একদিন আগেই ব্রিগেডের সমাবেশে দেশের তাবড় বিরোধী নেতাদের একমঞ্চে এনে কেন্দ্রের মোদি সরকারকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে গতকালই একদফা খোঁচা দেন প্রধানমন্ত্রী।

এদিন ফের প্রস্তাবিত এই মহাজোটের মুণ্ডপাত করলেন তিনি। মোদির তোপ, এই মহাজোট এক অদ্ভুত বন্ধন। দুর্নীতি, নেতিবাচক ও অস্থিরতার বন্ধন হল এই মহাজোট। গোটা দেশের বিজেপি বিরোধী নেতাদের একমঞ্চে এনে শনিবার ব্রিগেডের সভা থেকে মমতার তোপ ছিল, মোদি সরকারের মেয়াদ ফুরিয়েছে।

কলকাতার এই সভা থেকে বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ সুর শোনা গিয়েছে। মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার সামনে এসেছে। তার প্রেক্ষিতে গতকালই গুজরাত থেকে মোদি খোঁচা দেন, পশ্চিমবঙ্গ থেকে বাঁচাও বাঁচাও রব উঠছে। আর এদিন আক্রমণের ফলা আরও তীক্ষ্ণ করলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলের বুথ স্তরের কর্মীদের প্রতি ভাষণ দিতে গিয়ে প্রস্তাবিত এই মহাজোটকে তুলোধোনা করলেন। প্রধানমন্ত্রীর তোপ, আসন্ন নির্বাচনে হারের গন্ধ পাচ্ছে বিরোধীরা। হার নিশ্চিত বুঝেই অজুহাত খুঁজতে শুরু করেছে। গালমন্দ শুরু করেছে ভোটযন্ত্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *