রাজ্যসভার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন মোদি

নয়াদিল্লি: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল সংখ্যাগরিষ্ট। সেখানে কাজ হয়েছে ৮৫ শতাংশ এবং ২০৫টি বিল পাস হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় বিরোধীরা সংখ্যায় বেশি। সেখানে তুমুল হৈ-হট্টগোল, বারবার অধিবেশন মুলতুবি হওয়ায় মতো ঘটনার ফলে কাজ হয়েছে মাত্র ৮ শতাংশ। এই পরিসংখ্যান হাজির করে, কেন রাজ্যসভায় কাজের হার এত কম, তা নিয়ে সংশিষ্ট সাংসদদের সরাসরি প্রশ্ন করার জন্য

রাজ্যসভার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন মোদি

নয়াদিল্লি: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল সংখ্যাগরিষ্ট। সেখানে কাজ হয়েছে ৮৫ শতাংশ এবং ২০৫টি বিল পাস হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় বিরোধীরা সংখ্যায় বেশি। সেখানে তুমুল হৈ-হট্টগোল, বারবার অধিবেশন মুলতুবি হওয়ায় মতো ঘটনার ফলে কাজ হয়েছে মাত্র ৮ শতাংশ।

এই পরিসংখ্যান হাজির করে, কেন রাজ্যসভায় কাজের হার এত কম, তা নিয়ে সংশিষ্ট সাংসদদের সরাসরি প্রশ্ন করার জন্য যুবসমাজকে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় যুব সংসদ উত্সব (ন্যাশনাল উইথ পার্লামেন্ট ফেস্টিভেল)-এ বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের খোঁচা দিয়ে যুবদের এই বার্তা দিলেন মোদি। নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে প্যাঁচে ফেলতে তিনি এই নয়া কৌশল নিলেন বলে মত রাজনৈতিক মহলের।

বুধবার প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে উত্সব শেষ হলে সবাই নিজের রাজ্যে ফিরে যাবেন। তারপর সেখানে রাজ্যসভার সাংসদদের প্রধান অতিথি করে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সেই অনুষ্ঠানে এই বিষয়ে তাঁদের সরাসরি প্রশ্ন করুন।’ অন্যদিকে মজার ছলে বুধবার মোদি বলেন, ‘আগামীদিনে যাঁরা সংসদ সদস্য হবেন, তাঁদের অবশ্যই ইউথ পার্লামেন্টে অংশ নিতে হবে এবং সাংসদ হওয়ার সময় সেই বিষয়টি উল্লেখ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *