নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের মুখে বিজেপির এক কোটি বুথকর্মীকে নিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মেরা বুথ সবসে মজবুত’ নামে এই কনফারেন্সে মোদির ভাষণ শোনেন বিজেপির স্বেচ্ছাসেবক, কর্মীরা। দেশের এই উত্তপ্ত পরিবেশের মধ্যে এমন রাজনৈতিক কর্মসূচির তীব্র নিন্দা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফে থেকে মোদির কর্মসূচির সমালোচনা করা হয়। আপত্তি করেছিলেন ওমর আবদুল্লাও। তাতে কোনও গুরুত্ব না দিয়ে মোদি বলেন, ভারত এক হয়ে বাঁচবে, বাড়বে, জিতবে। তাঁর কথা, পুরো দেশ ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনের পাশে রয়েছে। শত্রুরা ভারতের পরিস্থিতিকে অস্থির করা চেষ্টা করছে। দেশের গতি স্তব্ধ হবে না, দেশ এগিয়ে যাবে। রতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও দেন মোদি। লোকসভার ভোটে দক্ষিণ ভারতেও বিজেপি জিতবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অভিনন্দনের পাশে গোটা দেশ, জানালেন মোদি
নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের মুখে বিজেপির এক কোটি বুথকর্মীকে নিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মেরা বুথ সবসে মজবুত’ নামে এই কনফারেন্সে মোদির ভাষণ শোনেন বিজেপির স্বেচ্ছাসেবক, কর্মীরা। দেশের এই উত্তপ্ত পরিবেশের মধ্যে এমন রাজনৈতিক কর্মসূচির তীব্র নিন্দা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফে থেকে মোদির কর্মসূচির সমালোচনা করা হয়।