শ্রীকৃষ্ণ মন্দিরের দাঁড়িপাল্লায় চড়লেন মোদি, কেন জানেন?

কোচি: কমপক্ষে ৫ হাজার বছর পুরনো ত্রিচূড়ের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদ্বীপ সফর শুরু করা আগে আজ শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দেন মোদি৷ মোদির পুজোপাঠ ঘিরে মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ Kerala: Prime Minister Narendra Modi at Sri Krishna Temple in Guruvayur of Thrissur. pic.twitter.com/hSH2UbMGIy — ANI (@ANI) June 8,

7a7a923a8777a37be4c6208c0e98a953

শ্রীকৃষ্ণ মন্দিরের দাঁড়িপাল্লায় চড়লেন মোদি, কেন জানেন?

কোচি: কমপক্ষে ৫ হাজার বছর পুরনো ত্রিচূড়ের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদ্বীপ সফর শুরু করা আগে আজ শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দেন মোদি৷ মোদির পুজোপাঠ ঘিরে মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা৷

শুক্রবার রাতেই কোচিতে নামেন মোদি৷ রাতে সেখানেই থাকেন৷ তাঁকে স্বাগত জানান রাজ্যপাল পি সথাশিবম৷ বিমানবন্দরে যান কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনও৷ লোকসভা নির্বাচনে রকেট উত্থান হয়েছে বিজেপির৷ আজ, সকালে সটান তিনি মন্দিরে হাজির হয়ে যান৷ সেখানে মন্দিরের দাঁড়িপাল্লায় ওঠেন মোদি৷ প্রধানমন্ত্রী মোদির ওজন সমান পদ্ম ফুল দিয়ে শ্রীকৃষ্ণের উপাসনা করেন৷ পুজোর পর তিনি গুরুভায়ুরেই বিজেপি কর্মীদের একটি সভায় অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *