নয়াদিল্লি: মহাকুম্ভে স্নান করে পাপ ধুতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই ভাষাতেই তাঁকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টি (বসপা)-র প্রধান মায়াবতী।
রবিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শাহীস্নান করেন প্রধানমন্ত্রী। এরপর সাফাইকর্মীদের পা ধুয়ে দেন তিনি। এর ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন সেই রাজ্যেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী। মায়াবতীর প্রশ্ন, ‘নির্বাচনী প্রতিশ্রুতিভঙ্গ, বিশ্বাসঘাতকতা এবং অন্যান্য যে সমস্ত জনস্বার্থ বিরোধী কাজ প্রধানমন্ত্রী মোদি করছেন, শাহীস্নান করে কী তিনি সেই সব পাপ থেকে মুক্তি পাবেন?’
একইসঙ্গে বসপা সুপ্রিমো বলেন, ‘নোটবন্দি, জিএসটি, প্রতিহিংসামূলক রাজনীতি, জাতিভেদ, ধর্ম ও কর্তৃত্ববাদী শাসনের মতো একাধিক পদক্ষেপ গ্রহণে মানুষের জীবনকে দুঃসহ করে তুলছেন নরেন্দ্র মোদী। তাই সাধারণ মানুষ তাঁকে এত সহজে মাফ করবেন না।’