কলকাতা: ফের কেন্দ্র-রাজ্যের সংঘাত আরও খানিকটা চড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করার পর এবার নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা৷ সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে না বলে খবর৷
নীতি আয়োগকে ক্ষমতাহীন বলেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন মমতা৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই৷ ফলে, তাঁর ওই বৈঠকে যাওয়ার প্রয়োজন নেই৷ রাজ্যের পরিকল্পনা রূপায়ণে কোনও ক্ষমতা নেই নীতি আয়োগের, তাই এই বৈঠকে যোগ দিয়ে লাভ নেই বলেও জানিয়েছেন মমতা৷
West Bengal Chief Minister Mamata Benerjee writes to Prime Minister Narendra Modi stating ‘given that the NITI Aaayog has no financial powers and the power to support state plans it is fruitless for me to attend the meeting (June 15).’ pic.twitter.com/TuQKfx5FaX
— ANI (@ANI) June 7, 2019
তাঁর আরও দাবি, এই নীতি আয়োগ রাজ্যের স্বার্থ রক্ষায় ব্যর্থ৷ দেশের গণতান্ত্রিক পরিবেশ মেনে নীতি আয়োগ তৈরি হয়নি৷ নীতি আয়োগ পুনর্গঠনের পর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়৷
নীতি আয়োগ কী? যোজনা কমিশনকে নতুন মোড়কে হাজির করার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০১৪ সালের ১৫ অগস্ট৷ ২০১৫ সালের শুরুতেই যোজনা কমিশনকে নাম পাল্টে রাখা হয় নীতি আয়োগ৷ ১৯৫০ সালে জওহরলাল নেহরুর হাত ধরে পথ চলা শুরু করে যোজনা কমিশন৷ পদাধিকারবলে এই কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী৷ মূলত পঞ্চবার্ষিকি পরিকল্পনাগুলির বাস্তব রূপ দেওয়ার জন্যই তৈরি হয় এই কমিশন৷