মোদির আমন্ত্রণে নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ মমতার, কিন্তু কেন?

কলকাতা: ফের কেন্দ্র-রাজ্যের সংঘাত আরও খানিকটা চড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করার পর এবার নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা৷ সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে না বলে খবর৷ নীতি আয়োগকে ক্ষমতাহীন বলেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন মমতা৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র

মোদির আমন্ত্রণে নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ মমতার, কিন্তু কেন?

কলকাতা: ফের কেন্দ্র-রাজ্যের সংঘাত আরও খানিকটা চড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করার পর এবার নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা৷ সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে না বলে খবর৷

নীতি আয়োগকে ক্ষমতাহীন বলেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন মমতা৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই৷ ফলে, তাঁর ওই বৈঠকে যাওয়ার প্রয়োজন নেই৷ রাজ্যের পরিকল্পনা রূপায়ণে কোনও ক্ষমতা নেই নীতি আয়োগের, তাই এই বৈঠকে যোগ দিয়ে লাভ নেই বলেও জানিয়েছেন মমতা৷

তাঁর আরও দাবি, এই নীতি আয়োগ রাজ্যের স্বার্থ রক্ষায় ব্যর্থ৷ দেশের গণতান্ত্রিক পরিবেশ মেনে নীতি আয়োগ তৈরি হয়নি৷ নীতি আয়োগ পুনর্গঠনের পর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়৷

নীতি আয়োগ কী? যোজনা কমিশনকে নতুন মোড়কে হাজির করার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০১৪ সালের ১৫ অগস্ট৷ ২০১৫ সালের শুরুতেই যোজনা কমিশনকে নাম পাল্টে রাখা হয় নীতি আয়োগ৷ ১৯৫০ সালে জওহরলাল নেহরুর হাত ধরে পথ চলা শুরু করে যোজনা কমিশন৷ পদাধিকারবলে এই কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী৷ মূলত পঞ্চবার্ষিকি পরিকল্পনাগুলির বাস্তব রূপ দেওয়ার জন্যই তৈরি হয় এই কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =