মোদিকে বিঁধতে গিয়ে ভাষা বিতর্কে অধীর, ক্ষমা চাইতেও রাজি

কলকাতা: তিনি বাংলার সাংসদ প্রতিনিধি৷ বাংলায় বলেন কথা৷ কিন্তু, লোকসভায় দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে কংগ্রেসের সংসদীয় নেতা পদে বসেছেন বাংলাভাষী অধির৷ প্রথম অধিবেশনে চমক দেওয়ার পর দ্বিতীয় দিনে হিন্দি ভাষা বিড়ম্বনায় পড়েন অধীর চৌধূরি৷ আর তার জেরে বিতর্ক খুঁচিয়ে তুলল বিজেপি৷ সোমবার মোদি-শাহের বিজেপিকে বিঁধতে গিয়ে বিজেপিকে ‘নালি’র সঙ্গে তুলনা টানেন অধীর৷ আর এই নিয়ে

মোদিকে বিঁধতে গিয়ে ভাষা বিতর্কে অধীর, ক্ষমা চাইতেও রাজি

কলকাতা: তিনি বাংলার সাংসদ প্রতিনিধি৷ বাংলায় বলেন কথা৷ কিন্তু, লোকসভায় দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে কংগ্রেসের সংসদীয় নেতা পদে বসেছেন বাংলাভাষী অধির৷ প্রথম অধিবেশনে চমক দেওয়ার পর দ্বিতীয় দিনে হিন্দি ভাষা বিড়ম্বনায় পড়েন অধীর চৌধূরি৷ আর তার জেরে বিতর্ক খুঁচিয়ে তুলল বিজেপি৷

সোমবার মোদি-শাহের বিজেপিকে বিঁধতে গিয়ে বিজেপিকে ‘নালি’র সঙ্গে তুলনা টানেন অধীর৷ আর এই নিয়ে বিজেপির তরফে বিতর্ক খুঁচিয়ে তোলা হয়৷ রাষ্ট্রপতির ভাষণ বিকৃতি করে নরেন্দ্র মোদির সঙ্গে স্বামী বিবেকান্দের সঙ্গে গুলিয়ে ফেলার অভিযোগ করতে গিয়ে অধীর বলেন, আজ নরেন্দ্র মোদির সঙ্গে নরেন্দ্র দত্তের সঙ্গে তুলনা করা হচ্ছে৷ গঙ্গ আর নালি কি এক? নালি শব্দের অর্থ বলতে গিয়ে অধীর বোঝানোর চেষ্টা করে ছোট নদী৷ কিন্তু, বিজেপির তরফে নালি শব্দের অর্থ নর্দমার সঙ্গে তুলনা করা হয়৷ এই নিয়ে বিতর্ক শুরু হতেই অধীর বলেন, আমি কোনও খারার শব্দ ব্যবহার করিনি৷ আমার হিন্দিতে ভাষণ ভুল ব্যাক্ষা করা হচ্ছে৷ আমার মন্তব্যে প্রধানমন্ত্রী যদি অপমানিত বোধ করেন আমি প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি৷

এদিন সংসদে শুরু থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছিলেন অধীর৷ মানুষের সমস্যায় নির্বিকার বিজেপি সাংসদরা৷ সবাই  ব্যস্ত মোদি পুজোয়৷ সবাই ভাবছে মোদি বাবা পার করেগা৷ সংসদে দাঁড়িয়ে এমনই আক্রমণ করেন অধীর চৌধুরী৷ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর বলেন, ‘‘নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছন প্রতাপ সারেঙ্গি৷ নরেন্দ্র মোদির সঙ্গে নরেন্দ্র দত্তের তুলনা করা হচ্ছে৷ সবাই মোদি বাবার পুজো করছে৷’’ এদিন তিনি আরও বলেন, ‘‘কংগ্রেস আমলে চালু হওয়া প্রকল্প নাম পরিবর্তন করেছে মোদি সরকার৷ গঙ্গা ও নোংরা নালির মধ্যে তুলনা চলে না৷’’ অধীরের এই মন্তব্যে শুনে হইচই শুরু হয়ে যায়৷ অধীরের এই মন্তব্য অধিবেশ থেকে বাদ রাখার দাবি জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =