মেঘের আড়ালে পাকিস্তানে হামলা ছক মোদির, তুঙ্গে ব্যঙ্গ-বিদ্রুপ, কটাক্ষ

নয়াদিল্লি: বালাকোট অভিযানে সন্ত্রাসবাদীর মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করে বসলেন, তিনিই সেনাকর্তাদের বলেছিলেন আকাশ মেঘলা থাকায় ভারতীয় বায়ুসেনার বিমানকে ধরতে পারবে না পাকিস্তানের রেডার। মোদির এই ‘মেঘলা আকাশের তত্ত্ব’ সামনে আসতেই টুইটারে শোরগোল। পালটা ব্যঙ্গ-বিদ্রুপ, কটাক্ষ। প্রধানমন্ত্রীর মতো একজনের এহেন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাধারণ

মেঘের আড়ালে পাকিস্তানে হামলা ছক মোদির, তুঙ্গে ব্যঙ্গ-বিদ্রুপ, কটাক্ষ

নয়াদিল্লি: বালাকোট অভিযানে সন্ত্রাসবাদীর মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করে বসলেন, তিনিই সেনাকর্তাদের বলেছিলেন আকাশ মেঘলা থাকায় ভারতীয় বায়ুসেনার বিমানকে ধরতে পারবে না পাকিস্তানের রেডার। মোদির এই ‘মেঘলা আকাশের তত্ত্ব’ সামনে আসতেই টুইটারে শোরগোল। পালটা ব্যঙ্গ-বিদ্রুপ, কটাক্ষ।

প্রধানমন্ত্রীর মতো একজনের এহেন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রথমে এক টুইটে ইয়েচুরি বলেছেন, ‘জাতীয় নিরাপত্তা কোনও তুচ্ছ বিষয় নয়। মোদির এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ক্ষতিকারক। এইরকম একজন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।’ পরে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন ইয়েচুরি। প্রধানমন্ত্রীর এহেন সাংঘাতিক বক্তব্যের জন্য পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন। বলেছেন, ‘সমস্ত আইন-বিধি ও নির্দেশিকা লঙ্ঘন করে মোদী নির্বাচন কমিশনের সঙ্গে তামাশা করে চলেছেন।’ আশা করেছেন, ‘নির্বাচন কমিশন তার মর্যাদা, সম্মান এবং বিশ্বাসযোগ্যতাকে ঊর্ধ্বে তুলে ধরবে এবং ব্যবস্থা নেবে মোদীর বিরুদ্ধে।’

ষষ্ঠদফা ভোটের ঠিক মুখে বালাকোট অভিযান সম্পর্কে বেসরকারি চ্যানেল নিউজ চ্যানেলকে শনিবার মোদি বলেছেন, ‘হঠাৎই খারাপ হয়ে যায় আবহাওয়া (২৬ ফেব্রুয়ারি), আকাশে মেঘ ছিল… ভারী বৃষ্টি হয়েছিল। আমরা (যুদ্ধবিমান) মেঘের মধ্যে দিতে যেতে পারব কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। পর্যালোচনার সময় (বালাকোট অভিযানের পরিকল্পনা নিয়ে) মোটের উপর বিশেষজ্ঞদের মতামত ছিল, দিনক্ষণ পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা। আমার মনে ছিল দু’টি বিষয়। প্রথমত, গোপনীয়তা…, দ্বিতীয়ত, আমি বলেছিলাম, আমি বিজ্ঞানী নই।’ এরপরেই ‘মেঘলা আকাশের তত্ত্ব’। মোদী বলেন, ‘আমি বললাম, আকাশে প্রচুর মেঘ, বৃষ্টিও হচ্ছে। এর একটি সুবিধাও আছে। আমি খালি চোখে যা বুঝি, মেঘ আমাদের সুবিধাও দিতে পারে। আমরা ফাঁকি দিতে পারি রেডারকে। সবাই দ্বিধাগ্রস্ত ছিলেন। শেষ পর্যন্ত আমিই বলি, মেঘ আছে, চলুন এগিয়ে যাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 7 =