কলকাতা: নীতি আয়োগের কার্যকারিতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির ডাকে নীতি আয়োগের বৈঠকে তিনি যাবে না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রীকে এড়িয়ে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
পূর্ব ঘোষণা মতো আজ মোদির ডাকে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠি লিখে আগেই প্রধানমন্ত্রীকে সেকথা জানিয়ে দিয়েছেন মমতা৷ জানা গিয়েছে, আজ বৈঠকে গোটা দেশের উন্নয়ন ও সমস্যা মেটানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন মোদি৷
The discussion will focus on the achievements and challenges in the #AspirationalDistricts, pertaining to transformation in health, nutrition, education, agriculture, water resource management, financial inclusion, skill development and basic infrastructure. #FifthGCM pic.twitter.com/RXCvgddkg3
— NITI Aayog (@NITIAayog) June 15, 2019
প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, আজ পাঁচটি বিষয়ে বৈঠক হতে চলেছে৷ খরা পরিস্থিতির মোকাবিলা থেকে মাওবাদী সমস্যা, নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হওয়ার কথা রয়েছে৷ এছাড়াও, চাষের কাজে বর্ষার জল সংরক্ষণ করার মচো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে৷ পিছিয়ে পড়া জেলার উন্নয়নের খতিয়ান থেকে শুরু করে কৃষিজাত পণ্যে এপিএমসি আইন নিয়ে রাজ্যগুলির মতামত নেওয়া হতে পারে বলে খবর৷ জানা গিয়েছে, আজ প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকতে পারেন নীতিন গাদকারি থেকে শুরু করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকতে পারেন৷
নীতি আয়োগ কী? যোজনা কমিশনকে নতুন মোড়কে হাজির করার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০১৪ সালের ১৫ অগস্ট৷ ২০১৫ সালের শুরুতেই যোজনা কমিশনকে নাম পাল্টে রাখা হয় নীতি আয়োগ৷ ১৯৫০ সালে জওহরলাল নেহরুর হাত ধরে পথ চলা শুরু করে যোজনা কমিশন৷ পদাধিকারবলে এই কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী৷ মূলত পঞ্চবার্ষিকি পরিকল্পনাগুলির বাস্তব রূপ দেওয়ার জন্যই তৈরি হয় এই কমিশন৷