সুরাত: ঠুঁটো জোট সরকার নয়। সুস্পষ্ট জনাদেশ দিন। যাতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার শক্তিশালী ও কড়া সিদ্ধান্ত নিতে পারে। লোকসভা ভোটের আগে দেশবাসীর কাছে এই আবেদন রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই চাঁচাছোলা আক্রমণ করলেন বিরোধীদের জোট গড়ার প্রচেষ্টাকে।
বুধবার গুজরাতের সুরাতে প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের থেকে সংখ্যাগরিষ্ঠ সরকার যে অনেক ভালো কাজ করতে পারে, তা প্রমাণ করেছে কেন্দ্রের সরকার। কেন্দ্রে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার প্রয়োজন। ত্রিশঙ্কু সংসদ বিগত তিন দশকে দেশের উন্নতিকে থমকে দিয়েছিল। আজ আমরা উন্নতি করছি। কারণ (২০১৪ সালের নির্বাচনে) মানুষ বিচক্ষণতার মাধ্যমে ভোট দিয়েছিলেন। তাঁদের সেই ভোট ত্রিশঙ্কু সংসদ নামক ৩০ বছরের পুরনো অসুখ দূর করেছে। কেন্দ্রে পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে সাহায্য করেছে। এদিন সুরাত বিমানবন্দরে নতুন টার্মিনালের সম্প্রসারণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর এক জমায়েতে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য সুস্পষ্ট জনাদেশ চেয়ে আবেদন জানান তিনি।