পোশাক বিতর্কে মোদিকে জবাব মমতার, গায়ের জোরে আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বেপরোয়া আন্দোলনক, হিংসা, আশান্তির বিরুদ্ধে মুখ খুলে ক্ষোভকারীদের পোশাক নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদির সেই পোশাক কটাক্ষকের বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রোমণ করে মানুষের সমর্থন না পাওয়া আইন কার্যকর হয় না বলেও ঘোষণা তৃণমূল নেত্রীর৷ যাদবপুর থেকে বিশাল

পোশাক বিতর্কে মোদিকে জবাব মমতার, গায়ের জোরে আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বেপরোয়া আন্দোলনক, হিংসা, আশান্তির বিরুদ্ধে মুখ খুলে ক্ষোভকারীদের পোশাক নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদির সেই পোশাক কটাক্ষকের বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রোমণ করে মানুষের সমর্থন না পাওয়া আইন কার্যকর হয় না বলেও ঘোষণা তৃণমূল নেত্রীর৷

যাদবপুর থেকে বিশাল মিছিল শুরু আগে মোদির বিরুদ্ধে মমতার কটাক্ষ, ‘‘পোশাক দেখে কি আন্দোলনকারীদের চেনা যায়? পোশাক, খাবার যারা যার নিজের মতো৷’’ কেন্দ্রকে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মমতার সাফ মন্তব্য, ‘‘বিজেপি ভাবছে, ওরা দেশ দখল করবে৷ গায়ের জোরে সব কিছু করবে৷ কিন্তু, এসব হবে না৷ মানুষের সমর্থন ছাড়া আইন কার্যকর হয় না৷’’

পোশাক বিতর্কে মোদিকে জবাব মমতার, গায়ের জোরে আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

তৃণমূল সুপ্রিমোর আরও দাবি, ‘‘সংবিধান মেনে এই নাগরিকত্ব আইন করা হয়নি৷ এই বিল কবে পাস হবে তা আগে জানায়নি কেন্দ্র৷’’ তাঁর মতে, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তুললে জয় হবেই৷

আজ মঙ্গলবার ভরদুপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফের রাজপথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শঙ্খধ্বনি দিয়ে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল৷ মিছিল শুরুতেই দলীয় কর্মীদের CAA ও NRC-র বিরুদ্ধে দলীয় কর্মীদেরক শপথবাক্য পাঠ করান মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =