শপথ নেওয়ার আগেই মোদির বিদেশ সফরে ঠাসা কর্মসূচির ঘোষণা

নয়াদিল্লি: আজ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ শপথ নেওয়ার পর পরই বিদেশ সফর ঠাসা কর্মসূচি রয়েছে মোদির৷ শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মোদি যাবেন মালদ্বীপে৷ ৭ জুন ২ দিনের মালদ্বীপ সফর রয়েছে প্রধানমন্ত্রী মোদির৷ ১৩ জুন ২ দিনের সফর রয়েছে সাংহাইয়ে৷ সেখানে কোঅপারেশন অর্গাইনাইজেশন বা এসওসির সম্মেলনে যোগ দেবেন

শপথ নেওয়ার আগেই মোদির বিদেশ সফরে ঠাসা কর্মসূচির ঘোষণা

নয়াদিল্লি: আজ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ শপথ নেওয়ার পর পরই বিদেশ সফর ঠাসা কর্মসূচি রয়েছে মোদির৷

শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মোদি যাবেন মালদ্বীপে৷ ৭ জুন ২ দিনের মালদ্বীপ সফর রয়েছে প্রধানমন্ত্রী মোদির৷  ১৩ জুন ২ দিনের সফর রয়েছে সাংহাইয়ে৷ সেখানে কোঅপারেশন অর্গাইনাইজেশন বা এসওসির  সম্মেলনে যোগ দেবেন মোদি৷ কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে যাওয়ার কথা নমোর৷ এরপর ২৮ জুন দু’দিনের ওসাকাতে জি-২০ সম্মেলন যোগ দেবেন মোদি৷ যাবেন জাপানে৷ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা৷ সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় রয়েছে৷ সেখানে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন মোদি৷ ইস্টার্ন ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে রাশিয়া যাওয়ার কথা মোদির৷  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি৷ বিমস্টেক সম্মেলনে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির৷ এছাড়াও বছরের শেষে চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে মোদির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =