তৃতীয় ঢেউ সামল দিতে করোনা যোদ্ধাদের জন্য বিশেষ কোর্স, উদ্বোধন করলেন নমো

তৃতীয় ঢেউ সামল দিতে করোনা যোদ্ধাদের জন্য বিশেষ কোর্স, উদ্বোধন করলেন নমো

নয়াদিল্লি:  করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল দেশে স্থিতি ফেরাতে দক্ষ সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিরলস পরিশ্রম করেছেন কোভিড যোদ্ধারা৷ সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সেই সকল কোভিড যোদ্ধাদের জন্য ভার্চুয়ালি বিশেষ কোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাশাপাশি তিনি বলেন, করোনা বিরুদ্ধে লড়াইয়ে আরও সাবধানতা প্রয়োজন৷ আমাদের প্রস্তুতি আরও বাড়াতে হবে৷ কারণ করোনা এখনও আমাদের মধ্যে রয়েছে৷ 

আরও পড়ুন- কুম্ভমেলায় এক লক্ষ করোনার রিপোর্ট ভুয়ো!

মোদী বলেন, গত বছর করোনার প্রথম ঢেউ আছড়ে পরার পর থেকেই দেশের লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ মন্ত্রক৷ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা যোদ্ধাদের জন্য কাস্টমাইজড ক্র্যাশ কোর্স কর্মসূচির সূচনা করলেন নমো। এই কোর্সের আওতায় থাকবেন ১ লক্ষ লক্ষ করোনা যোদ্ধা৷ ২৬টি রাজ্যে ছড়িয়ে থাকা ১১১টি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি চালু করা হচ্ছে। এই বিশেষ কোর্সের সূচনা পর্বে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সারা দেশে ১ লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাদের দক্ষ করে তোলা। কোভিড যোদ্ধাদের বাড়িতে চিকিৎসা সহায়তা, প্রাথমিক চিকিৎসা , অত্যাধুনিক চিকিৎসা, জরুরি চিকিৎসা, নমুনা সংগ্রহে সহায়তা এবং চিকিৎসা সরঞ্জাম সহায়তা- এই ৬টি ক্ষেত্রে কাজের বিষয়ে প্রশিক্ষিত করে তোলা হবে। 

আরও পড়ুন- টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর কথা মেনে নিল কেন্দ্র

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০-এর আওতায় এই কর্মসূচি বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। এর জন্য বছরে খরচ হবে প্রায় ২৭৬ কোটি টাকা। এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতের লোকবলে প্রয়োজন মেটাতে দক্ষ ‘নন- মেডিক্যাল’ কর্মীদের স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে তৈরি করা হবে। তিনি আরও বলেন, ২১ জুন থেকে যে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে, সেই সংক্রান্ত গাইডলাইন জারি করা হয়েছে৷ ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র৷ সেই সঙ্গে করোনা বিধিও মেনে চলতে হবে৷ টিকা নিলেও মাস্ক ও দু’গজের দূরত্ব মেনে চলতে হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =