‘রাম আগুন নয়, রাম আশার প্রতীক’, বললেন মোদী

‘রাম আগুন নয়, রাম আশার প্রতীক’, বললেন মোদী

modi

কলকাতা: রামমন্দিরের গর্ভগৃহে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর রামভাবাবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বললেন, রাম আগুন নয়, রাম আশা৷ মোদী বলেন,
এক সময় কিছু মানুষ বলতেন, রাম মন্দির তৈরি হলে দেশে নাকি আগুন জ্বলবে। আসলে ওঁরা ভারতের সামাজিক ভাবের পবিত্রতাকে বুঝতে পারেননি। রামলালার এই মন্দির ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, সদ্ভাবের প্রতীক। এই নির্মাণ কোনও আগুন নয়, বরং আশার জন্ম দিচ্ছে। আমি আজ তাঁদের বলতে চাই, নিজেদের সেই ভাবনাটা ফের বিবেচনা করে দেখুন। উপলব্ধি করুন, রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম আগুন নয়, রাম আশা। রাম শুধু বর্তমান নয়, রাম চিরন্তন। তাঁর কথায়, রাম নিত্যতা, রাম নিয়ন্ত্রক, রাম ব্যাপক, যা আমরা অনুভব করছি সেটাই ওঁর কৃপা৷ 

তিনি আরও বলেন, রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি। রাম ভারতের ধারণা, রাম ভারতের আইন। রাম ভারতের গৌরব, রাম নেতা, রাম নীতি। রাম চিরন্তন। রামকে যখন সম্মান দেওয়া হয়, তার প্রভাব বছরের পর বছর বা শতাব্দী ধরে থাকে না, বরং এর প্রভাব থাকে হাজার হাজার বছর ধরে৷ প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, রামমন্দির স্থাপনা শুধুই বিজয়ের নয়, বিনয়েরও। নিজেদের ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি থাকলে সমস্যা হয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *