বিজয় দিবসে পাকিস্তানকে কড়া জবাব মোদির, ভাঙলেন আবেগ

নয়াদিল্লি: কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান মঞ্চ বসেই কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ বিজয় দিবসে শহিদদের স্মরণে দিল্লির আইজিআই স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে শহিদ পরিবারের কান্না দেখে চোখে জল ধরে রাখতে পারেননি মোদি৷ বাদ যাননি সেনা প্রধান বিপিন রাওয়াত৷ গম্ভীর মুখে চোখ ছলছল অবস্থায় দেখা যায় রাজনাথকেও৷ পরে এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অটল

aa5258eb0d7c530bd33360e1a5b2f417

বিজয় দিবসে পাকিস্তানকে কড়া জবাব মোদির, ভাঙলেন আবেগ

নয়াদিল্লি: কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান মঞ্চ বসেই কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ বিজয় দিবসে শহিদদের স্মরণে দিল্লির আইজিআই স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে শহিদ পরিবারের কান্না দেখে চোখে জল ধরে রাখতে পারেননি মোদি৷ বাদ যাননি সেনা প্রধান বিপিন রাওয়াত৷ গম্ভীর মুখে চোখ ছলছল অবস্থায় দেখা যায় রাজনাথকেও৷

পরে এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকা তুলে এলে নাম না করে পাকিস্তানকে জবাব দেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘কার্গিল নিয়ে জবাব দেবে ভারত, তা ভারতে পারে পাকিস্তান৷ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত৷ পাকিস্তানের ছলনা ব্যর্থ করেছে ভারত৷ উচিত শিক্ষা দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী৷ এখন সন্ত্রাসবাদ গোটা মানবতা কাছে চ্যালেঞ্জ৷ এখনও অনেক শক্তি সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে৷ কিন্তু, ভারত তাদের ছেড়ে কথা বলবে না৷’’

বলেন, ‘‘ভারত যখন যুদ্ধ করেছিল, তখন গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছিল৷ গোটা দেশ এক তখন সেনার পাশে হয়ে দাঁড়িয়েছিল৷ পড়ুয়ারাও সেনাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল৷ যুবকরা রক্ত দান করেছিল৷ সেটাই ছিল ভারতের ঐক্যবন্ধ জয়৷’’

বলেন, ‘‘কার্গিল নিয়ে পাকিস্তানের চক্রান্ত বানচাল করে দিয়েছে ভারত৷ পাকিস্তানের ছলনা ব্যর্থ করে উচিত শিক্ষা দিয়েছে ভারত৷ গোটা বিশ্বের এখন ছাঁয়া যুদ্ধ চলছে৷ এখন সন্ত্রাসবাদ গোটা মানবতার কাছে চ্যালেঞ্জ৷’’ সেনার পাশে দাঁড়িয়ে মোদির মন্তব্য, ‘‘ভারতীয় সেনাকে আধুনিক করতে হবে৷ এটাই আমাদের সংকল্প। গত পাঁচ বছরে সেনা ও তাঁদের পরিবারের জন্য অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আমরা সব সময় সেনার পাশে আছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *