এবার থেকে অযোধ্যার রাম মন্দিরে নিষিদ্ধ মোবাইল, জারি গুচ্ছ বিধিনিষেধ

এবার থেকে অযোধ্যার রাম মন্দিরে নিষিদ্ধ মোবাইল, জারি গুচ্ছ বিধিনিষেধ

অযোধ্যা : নিষেধাজ্ঞা জারি হল অযোধ্যা মন্দির চত্বরে। এবার থেকে আর মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না।মন্দিরে একাধিক জিনিস ঢোকা নিয়ে নিষেধের মধ্যেই ফের মোবাইল নিয়ে প্রবেশের ওপরেও জারি হল নিষেধাজ্ঞা। রবিবার শ্রী রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল।

প্রসঙ্গত, এর আগে রাম লালা-র মূর্তি সরানো হয়েছিল নিজের পুরনো মন্দির থেকে নব নির্মিত মন্দির প্রাঙ্গনে। সে সময়ে পুরোহিত ও কর্মীদের মোবাইল নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়। কিন্তু নতুন সিদ্ধান্তে বড়সড় পরিবর্তন। এবার নতুন নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসক ও সুরক্ষা আধিকারিকরা শুধুমাত্র মন্দির কমপ্লেক্সে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। ট্রাস্টের সচিব চম্পত রাই জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি মাথায় রেখে।

তিনি আরও জানান, ‘ভক্তরা মন্দিরের ছবি তোলেন এর ফলে মন্দিরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ‘ মন্দির সংলগ্ন এলাকাতে মোবাইল ফোন , ক্যামেরা, ঘড়ি, বেল্ট এবং কোনও ধরণের ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না।

রামলালা মন্দিরের প্রধান পূজারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আচার্য সত্যেন্দ্র দাসের মতে মন্দিরের নিরাপত্তার থেকে আর কোনও আর কোনও কিছুই বড় নয়। তিনি বলেছেন, ‘রাম মন্দির এলাকা উচ্চ সুরক্ষা জোন, তাই সেখানের নিরাপত্তা -র বিষয়কে স্বাগত জানানো উচিৎ। আমি কখনই নিজের মোবাইল মন্দির চত্বরে নিয়ে যাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =