কেমন আছে মিঠুন? হাসপাতাল থেকে কবে ছাড়া হবে মহাগুরুকে?

কেমন আছে মিঠুন? হাসপাতাল থেকে কবে ছাড়া হবে মহাগুরুকে?

mithun chakraborty

কলকাতা: শুটিং চলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগে ছিলেন অনুরাগীরা৷ তবে সোমবার জানা গেল, ভালো আছেন অভিনেতা৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক ভাবই কথাবার্তা বলছেন৷ খাবারও খাচ্ছেন। তেমনটাই  বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷ সম্ভবত আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ৭৪ বছরের অভিনেতা৷ সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷  সোমবার আরও কয়েকটি পরীক্ষা করা হবে তাঁর৷ এর পরেই মহাগুরুর ছুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷  চিকিৎসকেরা জানিয়েছেন, ‘ইসকেমিক সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (স্ট্রোক) অফ ব্রেন’ হয়েছে অভিনেতার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =